জাসপ্রিত বুমরাহ, অজি বধের দেবরুপি অসুর

জাসপ্রিত বুমরাহ নামক এক দেবদূত ভারতের জন্যে হাজির হয়েছেন জয়ের সুঘ্রাণ নিয়ে।

পার্থে জয়ের সুবাতাস পেতে শুরু করেছে ভারত। জাসপ্রিত বুমরাহ নামক এক দেবদূত ভারতের জন্যে হাজির হয়েছেন জয়ের সুঘ্রাণ নিয়ে। তিনি যেন বলতে চাইছেন, ‘ভুলে যাও সকল গ্লানি, এসো আমরা জয় উৎসবে নামি।’ বাধ্য হয়ে অধিনায়কত্ব নিয়েছেন তিনি। দুই হাতে দলকে আগলে ধরে নিয়ে যাচ্ছেন জয়ের বন্দরে।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হয়েছে ভারত। এরপর অস্ট্রেলিয়ার মাঠে প্রথম ইনিংসে মুখ থুবড়ে পড়েছিল ব্যাটিং ইউনিট। সেখান থেকে দলকে নতুনভাবে উজ্জীবিত করেছেন খোদ জাসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়ার দম্ভকে চূর্ণ করবার দারুণ শুরুটা তিনি করেছিলেন। নিয়েছিলেন পাঁচ উইকেট।

দলকে ঘুরে দাড়ানোর সুযোগ করে দিয়েছিলেন নিজের বোলিং দিয়ে। যশ্বসী জয়সওয়াল, বিরাট কোহলিরা এবার আর হতাশ করেনি। দুইজনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৫৩৩ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। জয় প্রায় অসম্ভব অজিদের জন্যে। সে অসম্ভব কাজকে আরও কয়েকগুণ কঠিন করে তুলছেন জাসপ্রিত বুমরাহ।

চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমেই জাসপ্রিতের তোপের মুখে পড়েছে অজি ব্যাটাররা। ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন জাসপ্রিত। তরুণ ওপেনার নাথান ম্যাকসুইনির উইকেট তুলে নেন তিনি। শর্টার লেন্থের নিচু হওয়া বলটা প্যাডে আঘাত করে। লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন ম্যাকসুইনি।

এরপর অধিনায়কের ছন্দে গলা মেলান মোহাম্মদ সিরাজও। তুলে নেন প্যাট কামিন্সের উইকেট। স্লিপ কর্ডোনে বিরাটের হাতে ক্যাচ তুলে দেন কামিন্স। দ্বিতীয় উইকেট প্রাপ্তি ভারতকে আরও খানিকটা উজ্জীবিত করে তোলে। দিনের খেলা তখন আর খুব বেশি সময় নেইও বাকি।

জাসপ্রিত ভারতকে স্বস্তির একটা বিশ্রাম দিতে চাইলেন। তাইতো আরও একটি উইকেট নিজের করে নিলেন। এবার মার্নাস লাবুশেন লেফ বিফোরের ফাঁদে পড়লেন। তাতে করে ১২ রানেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাতে করে ভারতের জয় স্রেফ সময়ের বিষয়।

চতুর্থ দিনে জাসপ্রিত স্টিমরোলার চালাতে চাইবেন নিশ্চয়ই। তিনি জ্বলে উঠলেই যে ভারতের জয় হবে ত্বরাণ্বিত। বুমরাহ নিজেও হয়ত সে বিষয়ে অবগত। নেতাকে যে সামনে থেকেই দিতে হয় নেতৃত্ব। সে কাজটা কি দারুণভাবে করে গেলেন বুমরাহ। টেস্টে স্রেফ দ্বিতীয়বার তিনি দিচ্ছেন নেতৃত্ব। আগেরবার ইংল্যান্ডের কাছে হেরেছিল তার দল, এবার জয় হাতের নাগালে।

Share via
Copy link