একটু আড়ালেই সম্ভবত থেকে যাচ্ছেন মোহাম্মদ সিরাজ। দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট বাগিয়েছেন তিনি। কিন্তু পার্থে অস্ট্রেলিয়া বধে তার অবদানও ভুলে যাওয়ার নয়। গুরুত্বপূর্ণ সব উইকেট নিজের পকেটে পুরেছেন তিনি।
তবে পার্থ টেস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন তিনি করেছেন চতুর্থ দিনের সকাল বেলা। উসমান খাজার পর স্টিভেন স্মিথকে ফিরিয়েছেন তিনি চতুর্থ দিনের প্রথম সেশনে। এই দুই ব্যাটার টিকে থাকলে ফলাফল পেতে বড্ড কঠিন হয়ে যেতে পারত ভারতের জন্যে।
আগের দিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাকে নিয়ে হয়েছে দর কষাকষি। শেষ অবধি নতুন দলে যুক্ত হয়েছেন তিনি। গুজরাট টাইটান্স তাকে দলে ভিড়িয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপির বিনিময়ে। এরপর তিনি যেন নতুন অনুপ্রেরণা পেয়েছেন। পরদিন অস্ট্রেলিয়ার বুকে আগুন ঝড়ানো বোলিং করেছেন সিরাজ।
চতুর্থ দিনের শুরুতেই তিনি অজিদের সকল সমীকরণের সমাপ্তি ঘটিয়েছেন। তবুও খানিক আড়ালেই তিনি হয়ত থেকে যাবেন পার্থ টেস্টে। কেননা প্রথম ইনিংসে ব্যাটিং ধসের পর জাসপ্রিত বুমরাহ চোখ ধাঁধানো পারফরমেন্স করেছন। বল হাতে তিনি তাণ্ডব চালিয়েছেন অজিদের ব্যাটিং শিবিরে।
এরপর তরুণ ব্যাটার যশ্বসী জয়সওয়াল ১৬১ রানের অনবদ্য একটা ইনিংস উপহার দিয়েছেন। অন্যদিকে বিরাট কোহলি নিজের ক্যারিয়ারের ৮১তম শতক হাঁকিয়েছেন। এমন এক ম্যাচে লাইমলাইট সিরাজের দিকে না থাকারই কথা। সেসব নিয়ে অবশ্য আক্ষেপ থাকার কথা নয় সিরাজের।
নিজের কাজটা নীরবে করেন বটে। কিন্তু কাজের কাজটা করেন। সে কাজের মূল্যায়নও তিনি যথাযথভাবেই পান। আইপিএলের নিলামই অন্তত সে প্রমাণ দেয়। এটাই বরং সিরাজের জন্যে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তিনি দলের প্রয়োজনে নিজের সার্ভিস দেন, নিজেকে উজাড় করে।