ক্যারিবিয়ানদের ক্ষোভের কারণ নাহিদ

ঠিক কতটুকু ভয় ধরালে তা আগ্রাসনে পরিণত হয়!

মাহমুদুল হাসান জয়ের উইকেট পাওয়ার পরই বেশ উগ্র এক উদযাপন করলেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। মূলত তাদের সকল রাগের কারণ সম্ভবত নাহিদ রানা। তাকেই বাইশ গজে আসতে বললেন যেন জায়ডন সিলস।

নাহিদ রানা কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার প্রমাণ পাওয়া গেছে ওয়েস্ট ইন্ডিজ যখন বোলিং করতে নেমেছে। দলগত স্লেডজিংয়ের মাত্রা যেন কয়েকগুণ বাড়িয়ে দিলেন ক্যারিবিয়ান খেলোয়াড়রা। আম্পায়ার কুমার ধর্মসেনা ক্রেইগ ব্র্যাথওয়েটকে ডেকে সীমারেখা মনে করিয়ে দিলেন।

এরপরও প্রায় প্রতিটা বলে জায়ডন সিলসরা তেড়ে এসে তীর্যক সব মন্তব্য ছুড়ে দিয়েছেন জয়দের দিকে। এমনকি উইকেটের পেছনে থাকে স্লিপের ফিল্ডাররা বল শেষ হওয়ারও সুযোগ দিতে নারাজ। বাইশ গজ যেন বাংলাদেশের ব্যাটারদের জন্যে রীতিমত অগ্নি-পরীক্ষার মঞ্চ হয়ে দাঁড়াল।

গোটা একটা দলকে তাঁতিয়ে তুলেছেন ২২ বছরের এক ছোকড়া। তার গতি কিমার রোচের কাঁধে আঘাত করেছে, নাহিদের ছোড়া অগ্নিগোলক শ্যামার জোসেফের মাথায় লেগেছে। তার ভয়ে তটস্থ থেকেছে ওয়েস্ট ইন্ডিজের গোটা ব্যাটিং অর্ডার। নিজেদের মাটিতে এমন ত্রাস কোনমতেই যেন সহ্য হল না সিলসদের।

তাইতো শুরু থেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ রাখতে চাইলান তারা। সাথে ক্রমাগত চালিয়ে গেছেন কথার বাণ। নাহিদের প্রতি ক্যারিবিয়ান খেলোয়াড়দের ক্ষোভটা টের পাওয়া গেল জয় আউট হওয়ার পর। উইকেট পেয়েই সিলস দৌড়ে গেলেন ড্রেসিং রুমের দিকে।

বেশ রাগাণ্বিত ভঙ্গিমায় তিনি যেন বলতে চাইলেন, ‘বেড়িয়ে এসো নাহিদ’। তার চোখে-মুখের ঐ ক্ষোভ খানিকক্ষণ আগেও যে ছিল ভয়। ঠিক কতটুকু ভয় ধরালে তা আগ্রাসনে পরিণত হয়!

Share via
Copy link