মেয়েদের ‘অকল্পনীয়’ সিরিজ হার

মাত্র ২২ রানের মধ্যেই চারটি উইকেট হারায় স্বাগতিকরা। শারমিন আক্তারের ৩৮ রানের ইনিংস স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু, তাতে শেষ রক্ষা হয়নি। শেষ সাত রানের মধ্যে ছয় উইকেট হারায় বাংলাদেশের মেয়েরা। দেশের মাটিতে এমন ব্যাটিং বিপর্যয় রীতিমত অকল্পনীয় ঘটনা।

আগের ম্যাচে তাও টপ অর্ডার রান পেয়েছিল বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচের দৃশ্য আরও করুণ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের লো-স্কোরিং ম্যাচে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। ফলাফল এবার ৪৭ রানের বিশাল ব্যবধানে হারতে হল আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে। এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হারতে হল পুচকে দলটির বিপক্ষে। তাও আবার দেশের মাটিতে।

ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের পায়ের নিচের মাটি শক্ত হলেও টি-টোয়েন্টিতে দশাটা ভিন্ন। ঠিক যেন পুরুষ দলের মতই অবস্থা। এখানে আয়ারল্যান্ডও আজকাল বাংলাদেশ হারাচ্ছে বলে কয়ে। বাংলাদেশের মেয়েরা অলআউট হয়েছে মাত্র ৮৭ রানে।

আয়ারল্যান্ড দল প্রথমে ব্যাটিং করে ১৩৪ রান তোলে, পাঁচ উইকেট হারিয়ে। আয়ারল্যান্ডের লরা ডেলটি ২৫ বলে ৩৫ রান করেন। তিনি দলের সর্বোচ্চ সংগ্রাহক। এরপর ওরলা প্রেন্ডারগাস্ট করেন ২৫ বলে ৩২ রান করেন। বাংলাদেশের হয়ে দুই ইউকেট নেন নাহিদা আক্তার।

ম্যাচটা এই পর্যন্ত বাংলাদেশ দলের লাগামের মধ্যেই ছিল। কিন্তু, মেয়েরা ব্যাটিংয়ে নামতেই সব স্বপ্ন শেষ। মাত্র ২২ রানের মধ্যেই চারটি উইকেট হারায় স্বাগতিকরা। শারমিন আক্তারের ৩৮ রানের ইনিংস স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু, তাতে শেষ রক্ষা হয়নি। শেষ সাত রানের মধ্যে ছয় উইকেট হারায় বাংলাদেশের মেয়েরা। দেশের মাটিতে এমন ব্যাটিং বিপর্যয় রীতিমত অকল্পনীয় ঘটনা।

Share via
Copy link