টাইমস আউট হতে পারতেন শিহাব জেমস। নির্ধারিত সময়ের পরে গিয়ে তিনি ব্যাট করার জন্য তৈরি হয়েছেন। বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিমও তখন ক্রিজেই। যদিও, ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আমান জানিয়ে দেন, তিনি আপিল করবেন না।
‘বোনাস’ উইকেট পাওয়ার সুযোগ নেয়নি ভারত। অবশ্য, বোনাস উইকেটটা এক বল আগেই নিয়ে ফেলেছে তাঁরা। কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন জাওয়াদ আবরার। অফ সাইডের বাইরের বল তাড়া করতে গিয়েছিলেন।
ভারতীয় উইকেটরক্ষক জোড়ালো আবেদন করেন। আম্পায়ার একটু দেরিতে হলেও ভারতের পক্ষেই রায় দেন। জাওয়াদ তখন ব্যাট হাতে ভয়ংকর হয়ে উঠছিলেন। দুই চার ও এক ছক্কায় বিশ রান করেন।
আর আউট হওয়ার পর তাঁর চাহনীই বলে দিচ্ছিল, বল উইকেটরক্ষকের হাতে যাওয়ার আগে ব্যাট ছোয়নি। ডিআরএস নেই, তবে টেলিভিশন রিপ্লেতেও ব্যাটের সাথে বলের সংঘর্ষের ব্যাপারে বিন্দুমাত্র নিশ্চিত হওয়া যায় না।
এই ঘটনার জন্য প্রস্তুত ছিল না বাংলাদেশ দল। তাই তো পরের ব্যাটার জেমস শিহাব ক্রিজে আসার জন্য তৈরি ছিলেন না। তৈরি হয়ে নামতে গিয়ে একটু দেরি করে ফেলেন।
অন ফিল্ড আম্পায়ার বিষয়টা ক্রিজে থাকা আজিজুল হাকিমকে জানান। ভারতীয় অধিনায়ক পরে এসে জানান, তাঁরা আবেদন করবেন না। এই দফায় বেঁচে যান শিহাব জেমস। অ্যাঞ্জেলো ম্যাথুসের মত টাইমড আউট হতে হয়নি তাঁকে।
ভারতীয় ধারাভাষ্যকার ২০২৩ বিশ্বকাপের সেই ঘটনার স্মৃতিচারণা করলেন। শামীম আশরাফ চৌধুরী বলেন, ‘আমি জানতাম এই প্রসঙ্গ আসবেই।’
সেবার লঙ্কান ম্যাথুসকে এই ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। সেই ম্যাচ জিতেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাম লেখায় বাংলাদেশ। এবার ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল সাকিবের দেখানো পথে হাঁটেনি।