চলতি এনসিএল টি-টোয়েন্টিতে চলছে ঘরোয়া ক্রিকেটের পুরনো সেনানীদের জয়জয়কার। এবার সে তালিকায় নাম লেখালেন ইরফান শুক্কুর। রাজশাহীর বিপক্ষে খেললেন ২৯ বলে ৫৪ রানের এক ঝড়ো ইনিংস। যাতে আছে আটটি বাউন্ডারি আর একটা ছক্কার মার।
ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত তারকা তিনি। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে কখনোই সেভাবে জ্বলে উঠতে পারেননি ইরফান। বয়সটা ৩১ পার হয়ে গেলেও, কখনো গায়ে জড়ানো হয়ে উঠে নি জাতীয় দলের জার্সিটা। তবে ঘরোয়া ক্রিকেটে আরো একবার নিজের প্রতিভার স্বাক্ষর রাখলেন তিনি।
মঙ্গলবার রাজশাহীর বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে চট্টগ্রাম। মমিনুল আর শাহাদাত দিপুর গড়া ভিত্তিতে একটা পূর্ণতা দিয়ে গেলেন ইরফান। নির্ধারিত ২০ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ গিয়ে ঠেকেছে ১৯৮ তে।
পার্টটাইম নাজমুল হোসেন শান্তকে চার মেরে বাউন্ডারির খাতা খুলেন তিনি। পরের ওভারেই শফিকুল ইসলামকে মারেন তিন বাউন্ডারি। পার পাননি ফর্মে থাকা অলরাউন্ডার সাব্বির হোসেনও।
তাকেও ব্যাক টু ব্যাক বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাঁকান শুক্কুর। তরুন পেসার শফিকুলের বিরুদ্ধে সবচেয়ে বেশী চড়াও ছিলেন তিনি। এভাবেই যতটুকু সময় ক্রিজে ছিলেন উইকেটের চারদিকে দুরন্ত সব শট খেলেছেন ইরফান। যদিও ইনিংসের শেষ ওভারে সেই শফিকুলের বলেই ক্যাচ তুলে সাজঘরে ফেরেন তিনি।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে করেছিলেন ১৯ বলে ২০ রান। এরপর টানা ৩ ম্যাচ ছিলেন সাইডলাইনেই। তামিম ইকবালের অনুপস্থিতিতে আবারও দলে এসেই খেললেন দারুন এক ইনিংস। বড্ড দেরিই হয়ত করে ফেললেন, কিন্তু শেষটা অন্তত রাঙিয়ে যাওয়ার প্রচেষ্টা হয়ত ছাপ রেখে যাবে দর্শকদের কাছে।