হৃদয় জিতেই তাওহীদের ফেরা

চোখের আড়ালে ছিলেন, ছিলেন আলোচনার বাইরে। তবে, তাওহীদ হৃদয় হারিয়ে যাননি। ইনজুরি থেকে ফিরেই ফিফটি হাঁকালেন স্টার বয়।

চোখের আড়ালে ছিলেন, ছিলেন আলোচনার বাইরে। তবে, তাওহীদ হৃদয় হারিয়ে যাননি। ইনজুরি থেকে ফিরেই ফিফটি হাঁকালেন স্টার বয়। দীর্ঘ দেড় মাস পর ২২ গজে ফিরলেন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। চট্টগ্রামের বিপক্ষে খেললেন ৫০ বলে ৬৯ রানের ইনিংস।

বাউন্ডারি থেকে ছক্কা মেরেছেন দ্বিগুন। বাউন্ডারি তিনটা আর ওভার বাউন্ডারি ছয়টা! ইনজুরি পড়ার আগে ফর্মটা মোটেই ভালো যাচ্ছিলো না হৃদয়ের। চারদিক থেকে বহু সমালোচনা আর গুঞ্জন ডানা বেধেছিল তাকে ঘিরে।

তবে ইনজুরি থেকে ফিরেই দারুন একটা ইনিংস খেললেন তিনি। চট্টগ্রামের ১৯৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নামে রাজশাহী। শুরুতেই নাজমুল হোসেন শান্ত ও সাব্বির হোসেনের উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে শুরুতে হাবিবুর রহমান আর পরে মুশফিকুর রহিমকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেন তাওহীদ।

শুরুতে দীর্ঘগতিতে ব্যাট চালালেও পরে আগ্রাসী হয়ে উঠেন তিনি। শামিম মিয়া, মমিনুল, আহমেদ শরীফ, শহিদুল ইসলামদের বলগুলো করেছেন সীমানাছাড়া। যদিও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি তিনি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। নাইম হোসেনের লো ফুলটাস বলে উড়িয়ে মারতে গিয়ে কাও কর্নারে কাটা পড়েন তিনি। জয়ের আশাও তখন ফিকে হয়ে যায় রাজশাহীর, শেষ অবধি ৪ রানের হারই সঙ্গী হয়েছে তাদের।

তবে ইনজুরি থেকে ফিরে এসেই, তার এমন দুর্দান্ত ইনিংসটা অবশ্যই স্বস্তির খবর দেশের ক্রিকেটের জন্য। হৃদয় খুঁজে পাক পুরানো ছন্দ, ভেঙ্গে যাক তাকে নিয়ে আছে যত দ্বন্দ। এটাই আপাতত ক্রিকেট প্রেমিদের প্রত্যাশা।

Share via
Copy link