পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে টেস্ট ফরম্যাট ছাড়ার সিদ্ধান্ত নিলেন জেমস ভিন্স। ইংল্যান্ডের কাউন্টি দল হ্যাম্পশায়ারের অধিনায়ক হিসেবে প্রায় এক দশক কাটানোর পর চুক্তি বাতিল করলেন তিনি, আপাতত লাল বল নিয়ে কোন পরিকল্পনা নেই তাঁর। পুরোপুরি স্বাধীন হয়েই খেলবেন পিএসএলে।
জাতীয় দল এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মাঝে ভারসাম্য ঠিক রাখতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) নতুন নিয়ম চালু করেছিল। আইপিএল ছাড়া অন্য বিদেশী লিগে খেলার অনুমতি দেয়া হবে কেবল সাদা বলের ক্রিকেটারদের – সেজন্যই পিএসএলে খেলতে হলে টেস্ট ক্রিকেটের মায়া ছাড়তে হতো ভিন্সকে। আর তিনি সেটাই করেছেন।
২০২৫ সালের পিএসএল উপলক্ষে করাচি কিংস এই বিধ্বংসী ব্যাটারকে রিটেন করে। তাই তো তাঁকে অর্থের হাতছানি উপেক্ষা করে কাউন্টি ক্রিকেট চালিয়ে যেতে হতো, নাহলে সাদা বলের বিশেষজ্ঞ বনে যেতে হতো। তিনি দ্বিতীয় পথ বেছে নিয়েছেন।
এ বিষয়ে ইংলিশ তারকা বলেন, ‘হ্যাম্পশায়ার আমার প্রাণের ক্লাব, আমার ঘর। আমি সবসময়ই আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি, আগামীতে টি-টোয়েন্টি টুর্নামেন্টেও সেরাটা দেয়ার চেষ্টা করব। কিন্তু এরই সাথে আমাকে বুঝতে হবে ক্যারিয়ারের এ পর্যায়ে এসে আমার জন্য বা আমার পরিবারের জন্য কোন সিদ্ধান্ত ভাল হবে।’
কেবল এটাই নয়, জেমস ভিন্স সম্প্রতি নিজের পরিবার নিয়ে দুবাইতে বসতি গড়েছেন। মূলত গত এক বছর ধরে ইউটিলিটা বৌলে তাঁর পরিবারের ওপর একাধিকবার হামলার অভিযোগ উঠেছে, এরই পরিপ্রেক্ষিতে সেই শহর ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
যদিও সাদা পোশাকের পরিকল্পনা সরিয়ে রাখা একমাত্র ক্রিকেটার নন জেমস ভিন্স। টম কোহলার ক্যাডমোরও নিজের কাউন্টি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিলের ব্যাপারে আলোচনা শুরু করেছেন। খুব শীঘ্রই হয়তো ভিন্সের দেখানো পথে হাঁটবেন ক্যাডমোর সহ আরো বেশকিছু বড় নাম।