‘আমার সাথে লাগতে যায়ো না সাব্বির, একেবারে সোজা করে দেবো।’ তামিম ইকবালের মেজাজ হারানোর ঘটনা তোলপাড় করে দিয়েছে গোটে ক্রিকেট পাড়া। সাব্বির রহমানকে মাঠের মধ্যেই শাসিয়েছেন দেশসেরা ওপেনার। তবুও সাব্বিরের নেই কোন অভিযোগ। তিনি নাকি ভুলে গেছেন সেসব কিছু। মাঠে তো কত কিছুই হয়, সেসবের সমাপ্তি মাঠেই ঘটে যায়।
ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচে ঘটেছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা। ব্যাটিংয়ের এক পর্যায়ে রান নেওয়ার মুহূর্তে হঠাৎ মেজাজ হারিয়ে ফেলেন তামিম। ফেক ফিল্ডিং করছেন সাব্বির, তেমনটিই ভেবেছিলেন তামিম। তাইতো হুট করেই রেগে যান বরিশালের অধিনায়ক। তারপর সতর্ক করে দেন সাব্বিরকে।
সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়ে বেশ দ্রুতই। তামিমের এমন ব্যবহার ভক্তদের বেশ ব্যথিত করেছে। কিন্তু সাব্বির বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। দেশীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে তিনি জানিয়েছেন ‘হিট অব দ্য মোমেন্ট’-এ এমনটি করেছিলেন তামিম।
সাব্বির বলেন, ‘হিট অব দ্য মোমেন্টে এমনটা হয়ে গেছে, ছোট ভাই হিসেবে আমি তেমন কিছু মনে করেনি। উনার (তামিম) সাথে আমার সম্পর্ক খুব ভাল। আশা করছি, ওনার সাথে আমার সম্পর্ক সবসময়ই ভাল থাকবে।’ ক্রিকেট ময়দানে মেজাজ হারিয়ে ফেলার ঘটনা অবশ্য নতুন নয়।
কিন্তু মাঠে ঘটা বিষয়টি মাঠে শেষ করে আসেননি সাব্বির। ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন যে, ম্যাচ শেষে হ্যান্ডশেক না করেই মাঠ ছেড়েছিলেন সাব্বির রহমান। সুজন বলেন, ‘সাব্বিরকে আমি দেখলাম খেলা শেষে হঠাৎ করে বের হয়ে চলে যাচ্ছে। আমাদের দল থেকে একজন বলল হাত মেলাতে। সাব্বির বলল যে না হাত মেলাবো না।’
তবে অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার হিসেবে তামিমের আরও বেশি সংযত হওয়া প্রয়োজন। একটা দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার পেছনে ফেলে এসেছেন তামিম। তিনি এখন যতদিন সম্ভব হয় ক্রিকেট খেলে যেতে চান। খেলোয়াড়ী জীবনের শেষ লগ্নে এসে নিশ্চয়ই তিনি এমন অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চাইবেন না।