ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই গ্ল্যামার। তবে, ঢাকা ক্যাপিটালসের নবাগত টিম হোস্ট কেজিয়া ডন আসলে গ্ল্যামারের থেকেও অনেক বড় ব্যাপার। রীতিমত বিউটি উইদ দ্য ব্রেইন। সব জায়গাতেই সমান পারদর্শী তিনি।
অস্ট্রেলিয়ার খ্যাতনামা চ্যানেল নাইনের ক্রীড়া সাংবাদিক তিনি। বিশ্বজুড়ে খেলাধূলার নানা রকম ইভেন্টের সঞ্চালক হিসেবে দেখা যায় তাঁকে। যেখানেই যান বাড়তি একটা আমেজ ছড়িয়ে দেন।
শুধু খেলাধুলাই নয়, ফিনান্স কিংবা জেনারেল রিপোর্টিংয়েও অস্ট্রেলিয়ান এই প্রতিষ্ঠিত সাংবাদিক বেশ জনপ্রিয়। মোটরস্পোর্টের প্রতি তিনি বেশ প্যাশনেট। ফর্মূলা ওয়ানের নিয়মিত মুখ হওয়ার জন্য তিনি অস্ট্রেলিয়াতে বেশ জনপ্রিয় এক মিডিয়া ব্যক্তিত্ব।
বসবাস করেন অস্ট্রেলিয়ার সিডনিতে। ক্রিকেট কিংবা ফর্মুলা ওয়ান ছাড়াও অস্ট্রেলিয়ার অ্যাসোসিয়েশন ফুটবলেও তাঁকে দেখা যায়। এছাড়া স্টক মার্কেট ও ইকোনমিক্স রিপোর্টিংয়ে বেশ দক্ষ তিনি।
এই সব কিছুর বাইরে তাঁর দিকে চোখ পড়লে তা ফেরানো দায়। ব্যক্তিজীবনে তিনি ইন্সটাগ্রামেও বেশ সরব। নেটিজেনরা অনেক সময় তাঁকে ইন্সটাগ্রাম মডেল বলেও ডাকে। চ্যানেল নাইনের হয়ে তিনি এখন ঢাকায়। যদিও, ঢাকা ক্যাপিটালসের হাতে আছে মাত্র দু’টি ম্যাচ। কোয়ালিফায়ারে যাওয়ার সম্ভবনাও নেই বললেই চলে।
তাহলে কেন এই অল্প সময়ের জন্য আবির্ভাব ঘটল টনি কেজিয়ার? আসলে চিত্রনায়ক শাকিব খানের দল তাঁকে নিয়ে পরিকল্পনা করছে আসন্ন নারী বিপিএলকে নিয়ে। এই বিপিএলে দল দেবে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে, শোনা যাচ্ছে চলতি বিপিএল শেষে ফেব্রুয়ারির মধ্যভাগে এই আসর মাঠে গড়াবে।
টনি কেজিয়ার ব্যাপারে একটা ব্যাপার না বললেই নয়। তাঁর সাবেক প্রেমিক হলেন অজি ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। হ্যাঁ, বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হওয়া সেই ব্যানক্রফট। ব্যানক্রফটের সাথে সেই ঘটনায় নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেটের আরও দুই মহাতারকা – স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার।
ব্যানক্রফটের সাথে ২০১৮ সালে সম্পর্কে জড়িয়েছিলেন। দু’জন ডেটও করেন কিছুদিন। সেই সম্পর্ক বেশিদিন টিকেনি। কেজিয়ার আসল প্রেমিক তো খেলাধুলার এই জগৎটাই!