পারফরম্যান্সের সাত আকাশে উড়ছেন বরুণ চক্রবর্তী। তারপরও আক্ষেপ করতেই পারেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই তিনি। দুবাইয়ের স্লো উইকেট, টার্নিং ট্র্যাক। সেখানে রহস্য স্পিনাররা গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য – অথচ বরুণ চক্রবর্তীকে দলে নেওয়ার প্রয়োজন বোধ করেনি ভারত।
সিরিজের শুরু আর শেষে অদ্ভুত মিল। সিরিজটা আক্ষরিক অর্থেই বরুণ চক্রবর্তীর। সিরিজের সেরা খেলোয়াড় তিনি। পুরো সিরিজ জুড়ে ইংল্যান্ড দলকে ভুগিয়েছেন তিনি। মিডল ওভার গুলোতে তাঁর বিরুদ্ধে কোনো জবাবই ছিল না ইংলিশ ব্যাটারদের। পাঁচ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। এক ম্যাচে পাঁচ উইকেটও আছে। ইকোনমি আটের নিচে।
ইংলিশরা হাফ ছেড়ে তবুও বাঁচতেই পারে। কারণ, সিরিজের শেষ তো বরুণ চক্রবর্তীর চ্যাপ্টার শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফির পরীক্ষার সিলেবাসেই ঠাই হয়নি বরুণ চক্রবর্তীর। কোনো এক অজানা কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি।
বিষয়টা এমন না যে, ভারত পেসারদের নিয়ে দল সাজিয়েছে। ভারতীয় দলে আছেন চার জন স্পিনার। তাঁদের সবাইকে একই দিনে মাঠে নামানো চাইলেও সম্ভব না। তারপরও বরুণ মাঠের বাইরে থাকবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই স্কোয়াডে আছেন কুলদ্বীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।
এর মধ্যে কুলদ্বীপ ছাড়া বাকি তিনজনের জায়গা পাওয়ার পেছনে বড় কারণ তাঁদের ব্যাটিং সামর্থ্য। কিন্ত, কি ভাবে মুহূর্তের মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বরুণ চক্রবর্তী – সেটাকি দেখতে পাননি ভারতের নির্বাচকরা? তাহলে কেন এই অনীহা। বরুণ নিজেকে প্রমাণ করে চলেছেন। ইংল্যান্ড সিরিজে করেছেন, এর আগেও করেছেন। কিন্তু, বারবার বড় মঞ্চে টিম কম্বিনেশনের জন্য বাদ পড়ছেন। তবে, একটা সুযোগ এবার অন্তত প্রাপ্য তাঁর।