রীতিমতো সুপারম্যানের মত উড়ে গিয়ে অবিশ্বাস্য এক বাউন্ডারি সেভ করলেন ফিল্ডার। কিন্তু এতে শাপে বর হল ব্যাটার বিশ্বজিৎ ঠাকুরের জন্য। ঐ বল থেকে যে তার নামের পাশে যুক্ত হয়েছে ছয় রান! তার দল জিতেও গেছে ঐ ছয় রানের ব্যবধানে।
মূলত ফিল্ডার যতক্ষণে ক্রিজে বল ফেরত পাঠিয়েছেন, ততক্ষণে দুইরানের জন্য ছুটছেন ব্যাটাররা। বল পেয়েই স্ট্যাম্পের দিকে থ্রো করেন বোলার। সেই বল স্ট্যাম্প, উইকেরক্ষককে পাশ কাটিয়ে চলে যায় বাউন্ডারির বাইরে। ব্যাস, বাই চার রানের সাথে দৌড়ে নেওয়া দুই রান যোগে এক বলে মোট আসলো ছয় রান। দুর্দান্ত সেভ দেওয়া ফিল্ডার মাঠের মাঝে বসেই হাঁ করে তাকিয়েই রইলেন শুধু।
ম্যাচের মোড়ও ঘুরে গেছে সেখানেই। এমন পাগলাটে ঘটনাই ঘটেছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল) এক নাটকীয় ম্যাচে। যেখানে লো স্কোরিং ম্যাচে ফ্যালকন রাইজার্স হায়দ্রাবাদ, মাত্র ৬ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে কেভিএন বেঙ্গালুরু স্ট্রাইকার্সের বিপক্ষে।
ঘটনার শুরু হয় বিশ্বজিৎ ঠাকুরের বাউন্ডারির জন্য মিড-উইকেট অঞ্চলে সজোরে হাঁকানো শটটি থেকে। অন্যতম সেরা বাউন্ডারি সেভ করেও, যা হিতে বিপরীতে গিয়ে হায়দ্রাবাদের দলীয় সংগ্রহে যোগ করে মূল্যবান ছয়টি রান।
এই ছয় রান ম্যাচের গতিপথই পাল্টে দেয়। প্রথমে ব্যাট করা হায়দ্রাবাদ নির্ধারিত ওভার শেষে, সংগ্রহ করেছিল নয় উইকেটে মোটে ৮৪ রান। বিশ্বজিৎ ঠাকুরের ১৯ বলে ২৬ রানের ইনিংসটাই ম্যাচে ব্যবধান গড়ে দেয়।
৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালুরু শুরুটা ভালো করলেও, নিয়মিত উইকেট হারিয়ে তারা চাপে পড়ে যায়। শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। কিন্তু ইরফান উমাইরের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩ রান তুলতে সক্ষম হয় বেঙ্গালুরু, ফলে ৬ রানে হেরে যায় তারা। ওভার থ্রোতে আসা ছয়টি রানই বদলে দিল ম্যাচের ভাগ্য!