সিম্বার সাথে পাঙ্গা, মুফাসার জবাব

গিল বেশিদূর যেতে পারেননি, তবে কোহলি ব্যাট হাতে প্রতিশোধ নিলেন। শুধু ম্যাচ জেতালেন না, পাকিস্তানকে একরকম গুঁড়িয়ে দিলেন।

তুমি সিম্বার সাথে পাঙ্গা নিয়ে ফেলেছো, এখন মুফাসার সামনে তোমাকে পড়তেই হবে। পাকিস্তানের সাথেও তাই হল, শুভমান গিলকে দেওয়া আবরার আহমেদের সেন্ড অফটা সহজ ভাবে নেননি বিরাট কোহলি। সেঞ্চুরি করে সেই জবাবই দিলেন বিরাট কোহলি।

বিরাট কোহলির ব্যাট যেন বলতে চাইল, বেটাকে ছুনে সে প্যাহলে বাপ সে বাত কার। তাই তো হওয়ার কথা। বিরাট কোহলি হলেন ভারতীয় ক্রিকেটের রাজা। আর শুভমান গিলকে বলা হয় যুবরাজ। যুবরাজের গায়ে হাত দিলে রাজা তো ক্ষেপে যাবেনই।

ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল শুভমান গিলের আউট। লেগ স্পিনারের স্বপ্নের এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান তিনি। উইকেট পতনের পর পাক স্পিনার আবরার আহমেদ তাঁকে ‘সেন্ড-অফ’ করেন! গিল আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন, তাই হয়তো আবরারের এই প্রতিক্রিয়া বাড়তি রঙ পেয়েছে।

তবে, ভারতের ক্রিকেট ভক্তরা একে ভালোভাবে নেননি। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়, ট্রল আর মিমের বন্যা বয়ে যায় আবরারের বিরুদ্ধে। সেসব কোহলি নিজে না দেখলেও ক্ষোভটা পুষে রেখেছিলেন। আর শেষ হাসিটা হাসলেন কোহলিই।

গিল বেশিদূর যেতে পারেননি, তবে কোহলি ব্যাট হাতে প্রতিশোধ নিলেন। শুধু ম্যাচ জেতালেন না, পাকিস্তানকে একরকম গুঁড়িয়ে দিলেন। আইসিসি ইভেন্টের ছয় নম্বর আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম সেঞ্চুরি করলেন। তাঁর রেকর্ড বইয়ে যোগ হলো আরও এক অধ্যায়। ওয়ানডেতে পেলেন নিজের ৫১ তম সেঞ্চুরি।

শতকের স্বাদ নিয়ে মাঠ ছাড়লেন কোহলি, আর সেই সঙ্গেই যেন পাকিস্তানের বিদায়ের ঘণ্টা বেজে গেল! ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস, সাতটি দৃষ্টিনন্দন চারের মোড়কে বাঁধা। স্ট্রাইক রেট ৯০.০৯—এমন নিখুঁত পরিকল্পনায় গড়া ইনিংস, যেন এক শিক্ষার পাঠ। তাতে আদৌ পাকিস্তানের উচিৎ শিক্ষা হল নাকি তা অবশ্য জানা হল না।

Share via
Copy link