ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসর মাঠে গড়াবে মার্চে, চলবে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। এরপরই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ, তাই আইপিএল হতে যাচ্ছে ভারতের টেস্ট দলের জন্য অনুশীলনের মঞ্চ। কেননা টুর্নামেন্টের পর আলাদা করে ম্যাচ খেলার সুযোগ পাবে না তাঁরা।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) তাই নতুন পরিকল্পনা শুরু করেছে টেস্ট ক্রিকেটারদের নিয়ে। আইপিএলের সময়টাতে কিভাবে তাঁদের লাল বলের সংস্পর্শে রাখা যায় সেটা নিয়ে বিস্তর আলোচনা চলছে।
ইতোমধ্যে আলোচিত প্রস্তাবিত কর্মসূচির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্যতা পেয়েছে বাড়তি অনুশীলন সেশন। অর্থাৎ আইপিএল চলাকালে লাল বলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের নিয়ে মাঝে মাঝে অনুশীলন সেশন করা হবে। মূলত টেস্ট ক্রিকেটে ভারতের সাম্প্রতিক ব্যর্থতার কারণেই বিসিসিআই এবার অনেক বেশি গুরুত্ব দিতে চাচ্ছে এদিকে।

আইপিএল ২০২৫ এর সূচি এরই মাঝে ঠিক করা হয়েছে, মার্চের ২২ তারিখ উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। দীর্ঘ দুই মাস পর মে-র ২৫ তারিখে হবে ফাইনাল। অন্যদিকে ইংল্যান্ড সফর শুরু হবে ২০ জুন, হেডিংলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। তাই আইপিএলের অজুহাতে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চান না টিম ম্যানেজম্যান্ট।
বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, ঋষাভ পান্ত, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল এবং অধিনায়ক রোহিত শর্মা – এরা প্রত্যেকেই টেস্ট দলের নিয়মিত মুখ, আবার আইপিএলেও তাঁদের ওপর প্রত্যাশার ভার থাকবে সবচেয়ে বেশি।
এখন দেখার বিষয়, বিসিসিআই কিভাবে লাল ও সাদা বলের মধ্যে ভারসাম্য আনে। যদিও অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পর ভারতের সামনে ঘুরে দাঁড়ানোর কোন বিকল্প নেই।











