পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন রোহিত শর্মা। বাধ্য হয়ে মাঠ থেকে উঠে যেতে হয়েছিল তাঁকে; যদিও পরে ফিরে এসেছিলেন তিনি, আবার শুভমান গিলের সঙ্গে ইনিংসও উদ্বোধন করেছেন। তবে তাঁকে ঘিরে শঙ্কা যায়নি, গত কয়েকদিন দলের সঙ্গে সেভাবে অনুশীলনও করেননি।
সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের দ্বৈরথ। অধিনায়ককে তাই এসময়টা শতভাগ ফিট দেখতে চাইবে সবাই। সেই চাওয়া পূরণ হবে এমনটাই অবশ্য জানিয়েছেন দলটির সহকারী কোচ রায়ান টেন ডেসকাট। তিনি বলেন, ‘রোহিত মোটামুটি ভাল আছে, এমন আঘাত সে আগেও পেয়েছিল। তো তাঁর জানা আছে এগুলো কিভাবে ম্যানেজ করতে হয়।’
এই ওপেনার চোটপ্রবণ না, তবে গত কয়েক বছরে টুকটাক ইনজুরি লেগেই ছিল। এর মধ্যে ২০২১ সালে দক্ষিণ আফ্রিকা সফরের আগে হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়েছিলেন তিনি, কিন্তু সেটা তাঁকে খেলা থেকে ছিটকে ফেলার মত যথেষ্ট ছিল না।
খুব সম্ভবত এবারও একই ঘটনা ঘটবে, অর্থাৎ চোট শঙ্কা উড়িয়ে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জার্সিতে দেখা যাবে রোহিতকে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর খেলার সম্ভাবনা অনেক কম।
শুধু রোহিত নয়, বোলারদের মধ্যেও অনেকে বিশ্রাম পেতে পারেন এই ম্যাচে। মূলত বেঞ্চের ক্রিকেটারদের বাজিয়ে দেখতে আগ্রহী টিম ম্যানেজম্যান্ট। ডাচ কোচ সেটাই জানিয়ে গেলেন সংবাদ মাধ্যমে; তিনি বলেন, ‘বেঞ্চের শক্তি যাচাই করা আমাদের জন্য জরুরি, তাছাড়া সেরা একাদশের সবাই যেন ফিট থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমরা হয়তো বোলিং বিভাগে কিছু পরিবর্তন আনতে পারি।’
তবে একাদশে পরিবর্তন আসলেও জয়ের ব্যাপারে আপোষ করবে না টিম ইন্ডিয়া। এই কোচ বলেন, ‘আমরা অবশ্যই নিউজিল্যান্ডকে হারাতে চাই। মোমেন্টাম ধরে রাখা, গ্রুপে সেরা হওয়াটা অত্যন্ত প্রয়োজন।’ – এখন দেখার বিষয়, রোহিত কবে আবার ব্যাট করতে আসেন আর ভারত কতদূর যেতে পারে টুর্নামেন্টে।