দলের সুদিন ফেরাতে স্কোয়াডে পরিবর্তনের পাশাপাশি শৃঙ্খলার ব্যাপারে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর সেটারই অংশ হিসেবে সম্প্রতি বেশ কয়েকজন ক্রিকেটারকে জরিমানা করেছে তাঁরা – শাস্তিপ্রাপ্ত এই ক্রিকেটারদের মধ্যে আছেন সায়িম আইয়ুব, আমির জামাল, আবদুল্লাহ শফিকের মত তারকাও।
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করলেও দলীয় পারফরম্যান্সে হতাশ পাকিস্তান। সেমিফাইনাল খেলা তো দূরে থাক গ্রুপ পর্বে কোন জয়ের স্বাদ পায়নি তাঁরা। স্বাভাবিকভাবেই দেশটির ক্রিকেটাঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। তাই বোধহয় নড়েচড়ে বসেছে পিসিবি।
গত ইংল্যান্ড সিরিজ থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত সময়ে শৃঙ্খলাভঙ্গ করা প্রত্যেককে শাস্তির আওতায় আনা হয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনায় প্রত্যেককে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয় – আর সবমিলিয়ে পিসিবি জরিমানা আদায় করেছে মোট ৩.৩ মিলিয়ন পাকিস্তানি রুপি।
এর মধ্যে সবচেয়ে বেশি শাস্তি পেতে হয়েছে আমির জামালকে, টেস্ট ম্যাচ চলাকালে নিজের ক্যাপে ‘৮০৪’ লিখেছিলেন তিনি। সেজন্য মাশুল হিসেবে তাঁকে দিতে হয়েছে ১.৪ মিলিয়ন রুপি। অন্যদিকে অস্ট্রেলিয়া সফরে নির্ধারিত সময়ের মধ্যে হোটেলে না ফেরায় সায়িম আইয়ুব, আবদুল্লাহ শফিক এবং সালমান আলী আঘাকে ৫ লক্ষ রুপি করে জরিমানা করা হয়।
বাদ যাননি স্রেফ দুই মিনিট দেরি করে ফেরা উসমান খানের মত জুনিয়ররা। উসমান খান ছাড়াও সুফিয়ান মুকিম, আব্বাস আফ্রিদি সহ কয়েকজন পেসারকে ২০০ ডলার পরিশোধ করতে বলা হয়। যদিও ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করার পুরষ্কার হিসেবে তাঁদের অর্থ ফিরিয়ে দেয় পিসিবি।
পরিবর্তনের ঝড় অবশ্য এর আগে অনেকবার উঠেছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে। তবে কাজের কাজ হয়নি কিছুই, এবার কতটুকু কি হবে সেটা জানতে অপেক্ষা করতে হবে নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত – মাঠেই স্পষ্ট হবে পাক ক্রিকেটারদের মাঝে কেমন বদল এসেছে।