সাই সুদর্শন, ধারাবাহিকতার সুন্দরতম প্রদর্শনী

জশ বাটলার আছেন দলে, অধিনায়ক শুভমান গিলও আছেন। তবে এখন যদি প্রশ্ন করা হয় গুজরাট টাইটান্সের সবচেয়ে ধারাবাহিক, সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার কে তাহলে চারদিক থেকে একটা নামই শোনা যাবে - সাই সুদর্শন। কোন সংশয় নেই, বিতর্কের কোন সুযোগ নেই; পরপর দুই ম্যাচে তাঁর ব্যাটের হাসি মুগ্ধ করেছে পুরো ক্রিকেটাঙ্গনকে। 

জশ বাটলার আছেন দলে, অধিনায়ক শুভমান গিলও আছেন। তবে এখন যদি প্রশ্ন করা হয় গুজরাট টাইটান্সের সবচেয়ে ধারাবাহিক, সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার কে তাহলে চারদিক থেকে একটা নামই শোনা যাবে – সাই সুদর্শন। কোন সংশয় নেই, বিতর্কের কোন সুযোগ নেই; পরপর দুই ম্যাচে তাঁর ব্যাটের হাসি মুগ্ধ করেছে পুরো ক্রিকেটাঙ্গনকে।

টুর্নামেন্টের শুরুটা দারুণভাবে করেছিলেন এই তরুণ, পাঞ্জাব কিংসের বিপক্ষে মাত্র ৪১ বলে ৭৪ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন তিনি। পাঁচ চার আর ছয় ছক্কায় সাজানো ইনিংসটা অবশ্য জয়ের জন্য যথেষ্ট হয়নি, ২৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট থেমেছে ১১ রান দূরে। সেই আক্ষেপই হয়তো তাঁকে ধারাবাহিক হওয়ার অনুপ্রেরণা দিয়েছে।

মুম্বাইয়ের বিপক্ষে এই ওপেনার আগ্রাসন কম দেখিয়েছেন ঠিকই, তবে ইম্প্যাক্টফুল ছিলেন। ব্যাট করতে নেমে প্রথমেই পাওয়ার প্লের ফায়দা লুটেছেন তিনি, ১৮ বলে তুলেছেন ৩২ রান। ট্রেন্ট বোল্ট, মুজিবুর রহমানের বিপক্ষে তাঁর শটগুলো ছিল দেখার মত।

উইকেটের কারণে এরপর খানিকটা রয়েসয়ে খেলেছেন সাই সুদর্শন, তবে ব্যক্তিগত ৬৩ রানে ফেরার আগে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন তিনি। এই নিয়ে আহমেদাবাদে তাঁর শেষ চার ইনিংস যথাক্রমে ৬৩(৪১), ৭৪(৪১), ১০৩(৫১), ৮৪(৪৯)* – প্রতিপক্ষের ভয় না পাওয়ার কোন কারণ নেই।

তবে এই বাঁ-হাতির ধারাবাহিকতা আরো বেশি ভয় জাগানোর মতন। আইপিএল ক্যারিয়ারের শুরু থেকেই অক্লান্ত রান করে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত ২৭ ইনিংস ব্যাট করে ১১৭১ রান করেছেন তিনি, ব্যাটিং গড় ৪৮.৭৯, অবিশ্বাস্য বৈকি! আবার এটা ভাবার কোন সুযোগ নেই যে তাঁর রান তোলার গতি বোধহয় কম; ১৪২ স্ট্রাইক রেটে ব্যাট করেন এই উদীয়মান তারকা।

অন্যান্য তরুণদের মত হয়তো এত আলোচনা হয় না তাঁকে নিয়ে, মারকাটারি ব্যাটিং না করায় তাঁর নাম উঠেনা চায়ের আড্ডায়। তবে নীরবে নিজের কাজ ঠিকই করে যাচ্ছেন তিনি, হয়ে উঠছেন দলের জন্য মিস্টার ডিপেন্ডেবল।

Share via
Copy link