ব্লাইন্ড হিটিং কাল হয়ে দাঁড়িয়েছে ম্যাকগার্কের জন্য

টি-টোয়েন্টি ক্রিকেট যত আধুনিকই হোক না কেন, ‘ব্লাইন্ড হিটিং’ করে কেউ কখনও ধারাবাহিক পারফর্ম করতে পারবে না। আর এটাই আবারও প্রমাণ করলেন এই অজি তারকা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাবাহিকভাবেই ব্যর্থ হচ্ছেন জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। গত বছর যেভাবে আলো ছড়িয়েছেন, এবার যেন ততটাই অন্ধকারে তাঁর ব্যাটিং পারফরম্যান্স। কিন্তু কেন?

পাওয়ার হিটিং ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেট একেবারেই অসম্পূর্ণ। তবে, সব বল হিট করতে নেই, কিছু বল থাকে আউট হওয়ার শঙ্কা। শুধুই হিট করে ছয় মারা যায়, রানের গতি বাড়ানো যায় – কিন্তু ধারাবাহিক পারফর্ম করাটা প্রায় অসম্ভব। সেটটা হাড়ে হাড়ে টের পেয়েছেন এই অজি ব্যাটার। ঝুঁকি নিতে হবে, কিন্তু সেটাও হতে হবে মাপমত।

ম্যাকগার্ক আলোচনায় আসেন আইপিএলের মাধ্যমেই। ২০২৪ সালে পাওয়ার প্লেতে যেন বোলারদের নিয়ে ছেলেখেলা করেছিলেন তিনি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিলো, ক্রিকেটে ‘ডিফেন্স’ বলে কোনো শব্দ আছে তা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। বল গুড লেন্থে পড়ুক কিংবা ফুল, বাউন্সার হোক কিংবা ইয়র্কার—ম্যাকগার্ক যেন থোড়াই কেয়ার করতেন।

ভাগ্য কিছু কিছু সময় সাহসীদের পক্ষেই থাকে। ২০২৪ সালটা ছিল এই ব্যাটারের পক্ষেই। যা করতে চেয়েছেন, তাই করেছেন। তাই তো চারদিকে একটাই কথা—অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে তাকে লাগবেই। তবে, অস্ট্রেলিয়া ততটা গুরুত্ব দেয়নি সেই সময়। বয়স অল্প, সুযোগ আসবেই—ঠিকমতো পারফর্ম করুক, এই ছিল তাদের চিন্তা।

ক্রিকেটভক্তরা বর্তমান সময়ে চার-ছয়ের ফুলঝুরি দেখতেই বেশি পছন্দ করেন। তাই তো ট্রাভিস হেড কিংবা ফ্রেজার-ম্যাকগার্কদের মতো মারকাটারি ব্যাটাররা থাকেন পছন্দের শীর্ষে। আর এ কারণেই গত বছর আইপিএলে ভালো করার পরেও জ্যাক কেন সুযোগ পেলেন না বিশ্বকাপ স্কোয়াডে, তা নিয়ে চলেছে তুমুল আলোচনা।

তবে সময় সবসময় এক থাকে না। বছর ঘুরতে না ঘুরতেই ম্যাকগার্ক দেখছেন চরম বাস্তবতা। গত বছর ভালো করায় এবারের আইপিএলে সবার নজর ছিল তার ওপর। দিল্লি ক্যাপিটালস ওপেনিংয়ে ভরসা রেখেছিল তার ওপর। তবে ব্যর্থতার গণ্ডিতে আটকে পড়েছেন তিনি, ব্যাটটা যেন মুখ ফিরিয়ে নিয়েছে তাঁর থেকে।

টি-টোয়েন্টি ক্রিকেট যত আধুনিকই হোক না কেন, ‘ব্লাইন্ড হিটিং’ করে কেউ কখনও ধারাবাহিক পারফর্ম করতে পারবে না। আর এটাই আবারও প্রমাণ করলেন এই অজি তারকা। তবে, সময় এখনো ফুরিয়ে যায়নি। ফিরে আসার সময়টা পাবেন তিনি। নিজেকে ভেঙে গড়ে কিভাবে দ্যুতি ছড়ান আন্তর্জাতিক মঞ্চে, সেটাই এখন দেখার অপেক্ষা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link