চাহাল নাকি নূর – রহস্যে বড় কে?

নূর আহমেদ তার আইপিএল যাত্রা শুরু করেন ২০২৩ সালে গুজরাট টাইটান্সের হয়ে। ২০২৫ সালের আসরে তিনি খেলছেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে। প্রথম ৩২ ম্যাচে তার শিকার ৩৮ টি উইকেট। বল হাতে গড় ২২.৬৩ এবং স্ট্রাইক রেট ১৭.৮।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শীর্ষস্থানীয় রহস্য স্পিনাররা বরাবরই থাকেন চাহিদার শীর্ষে। এবারের আসরেও তেমনই আলোচনায় রয়েছেন আফগানিস্তানের নূর আহমেদ এবং ভারতের অভিজ্ঞ সেনানি যুজবেন্দ্র চাহাল। তবে আইপিএলে প্রথম ৩২ ম্যাচে এদের মধ্যে কার পরিসংখ্যান বেশি উজ্জ্বল?

নূর আহমেদ তার আইপিএল যাত্রা শুরু করেন ২০২৩ সালে গুজরাট টাইটান্সের হয়ে। ২০২৫ সালের আসরে তিনি খেলছেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে। প্রথম ৩২ ম্যাচে তার শিকার ৩৮ টি উইকেট। বল হাতে গড় ২২.৬৩ এবং স্ট্রাইক রেট ১৭.৮।

অন্যদিকে, যুজবেন্দ্র চাহাল আইপিএল শুরু করেছিলেন ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। প্রথম ৩২ ম্যাচে তার ঝুলিতে ছিল ৩৭ উইকেট, গড় ২৪.৩৫ এবং স্ট্রাইক রেট ১৮.১৬। অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকলেও, পরিসংখ্যানের কাগজে তরুণ নূর সামান্য এগিয়ে।

ইকোনমি রেটেও খুব কাছাকাছি এই দুই স্পিনার। নূরের ইকোনমি ৮.০৩, যেখানে চাহালের ছিল ৮.০৪। তবে সেরা বোলিং ফিগারে নূর এগিয়ে, চলতি মৌসুমে মুম্বাইয়ের বিপক্ষে ৪ উইকেট নিয়ে ১৮ রান দেন। চাহালের সেরা ছিল ৩/৪০।

জয় পাওয়ার ম্যাচে অবদান বিবেচনা করলে, নূর ১৪ জয়ের ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট, যেখানে তার গড় ছিল মাত্র ২০.৩৭। চাহাল সেই সংখ্যায় উইকেট পেয়েছেন ১৫টি, গড় ছিল ২৯.৮৫।

সব মিলিয়ে, প্রথম ৩২ ম্যাচের পরিসংখ্যানে নূর আহমেদ যুজবেন্দ্র চাহালের তুলনায় সামান্য হলেও এগিয়ে রয়েছেন। নূরের যাত্রাটা সবে শুরু হয়েছে, তবে চাহাল দীর্ঘ অভিজ্ঞতা এবং রেকর্ডের হিসেবে এখনো আইপিএলের অন্যতম সফল স্পিনার।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link