বর্ণিল ভুবনে যুক্ত হল না সেঞ্চুরির রঙ

লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আর অর্ধশতকে সন্তুষ্ট থাকতে চাইছিলেন না। তাইতো এগিয়ে যাচ্ছিলেন আইপিএল ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি দিকে।

ছন্দে ছিলেন, বাউন্ডারি হাঁকাচ্ছিলেন, ভাগ্যটাও ছিল সহায়- তবুও সেঞ্চুরি বঞ্চিত প্রাভসিমরান সিং নিশ্চয়ই ডুবেছেন বিষন্নতায়। সেঞ্চুরি করতে না পারার আক্ষেপের আগুনে নিশ্চয়ই ছারখার হয়েছে তার হৃদয়। সময়, সুযোগ সবই ছিল- তবুও ক্যারিয়ারের সেরা মৌসুমকে আরেকটু বর্ণিল করা হল না একটুর জন্য।

প্রাভসিমরান সিং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন সাত মৌসুম ধরে। পুরোটা সময় জুড়েই তিনি রয়েছেন পাঞ্জাব কিংসের ডেরায়। তার উপর আস্থা ছিল, তার উপর ভরসা ছিল। সে কারণেই সম্ভবত তাকে এতকাল ধরে রীতিমত পেলে-পুষে বড় করেছে পাঞ্জাব। সেই প্রতিদানই তিনি দিচ্ছেন সর্বশেষ তিন আসর ধরে।

তবে এবারের আসরটা যেন প্রাভসিমরানের কাটছে বেজায় দারুণ। আগের সকল আসরের তুলনায় এবার নিজেকে ছাপিয়ে যাওয়ার মিশনে নেমেছেন। ইতোমধ্যেই এক আইপিএল মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ রান করে ফেলেছেন। এমনকি সবচেয়ে বেশি পঞ্চাশ রানের ইনিংসও তিনি খেলে ফেলেছেন চলতি মৌসুমে।

লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আর অর্ধশতকে সন্তুষ্ট থাকতে চাইছিলেন না। তাইতো এগিয়ে যাচ্ছিলেন আইপিএল ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি দিকে। কিন্তু দিগভেশ রাঠি বাঁধা হয়ে দাঁড়ালেন। তার করা বলে সুইচ শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন প্রাভসিমরান।

এর আগে নিজের নামের পাশে যুক্ত করে ফেলেছেন ৯১ রান। স্রেফ ৪৮ বলের এই ইনিংসটিই পাঞ্জাবকে দিয়ে পাহাড়সম রানের ভীত। প্রাভসিমরানের এমন দূর্দান্তের ইনিংসের কল্যাণে ২৩৭ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে পাঞ্জাব।

প্রাভসিমরান রীতিমত দৃষ্টিনন্দন সব শটের পসরা সাজিয়ে বসেছিলেন। ছয় খানা চারের সাথে সাথে সাত খানা ছক্কা এসেছে তার ব্যাট থেকে। এই নিয়ে এবারের আইপিএলে এটি তার চতুর্থ অর্ধশতক। ১৯০ স্ট্রাইকরেটের এই ইনিংসটিতে আক্রমণাত্মক মনোভাবের বহিঃপ্রকাশও ঘটিয়েছেন তরুণ এই ব্যাটার।

৪৩ এর বেশি গড়ে রান করছেন ১৮ তম আইপিএলে। ধারাবাহিকতাও দারুণভাবে বজায় রেখেছেন তিনি। তার স্ট্রাইকরেটও ধারাবাহিকতার পক্ষে সাফাই গাইছে। প্রায় ১৭২ স্ট্রাইকরেট বজায় রেখেছনে এবারের আইপিএল যাত্রায়। এই ধারা অব্যাহত রাখতে চাইবেন। হাতে থাকা সুযোগগুলোর মধ্যে একটা ম্যাচে নিশ্চয়ই একটা সেঞ্চুরি হাঁকাতে চাইবেন। রঙিন অধ্যায়ের রঙের অভাব না হোক তেমনটাই হয়ত চান তিনি।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link