দীর্ঘ এক যুগের টেস্ট ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন রোহিত শর্মা। এই লম্বা পথ চলায় তিনি কতশত স্মৃতির জন্ম দিয়েছেন। রেকর্ডও গড়েছেন বহু। এমন কিছু রেকর্ড তিনি গড়েছেন যা এখনও রয়েছে তার দখলে। বিদায় বেলায় রোহিতের সেই সকল রেকর্ডের স্মৃতিচারণ চাইলেই করা যায়।
মারকাটারি ব্যাটিং করেন বলে তার নামের পাশে যুক্ত হয়েছে ‘হিটম্যান’ তকমা। টেস্ট ক্রিকেটে নিজেকে একেবারে কখনোই বদলে ফেলেননি রোহিত। সময়-সুযোগে হাত চালিয়েছেন আপন ছন্দে। আর সেই ধারাতে এক টেস্ট ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড নিজের দখলে নিয়েছেন রোহিত শর্মা।
২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩ খানা ছক্কা মেরেছিলেন হিটম্যান। প্রথম ইনিংসে ছয়টি, দ্বিতীয় ইনিংসে সাতটি। এছাড়াও সেই টেস্টের দুই ইনিংসে তিনি দুইটি শতকও আদায় করেছিলেন নিজের স্বভাবজাত ব্যাটিং প্রদর্শনের মধ্য দিয়ে।
যে ধারার শুরু সেই ২০১৩ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন গার্ডেন্সে তার অভিষেক ঘটে। নিজের প্রথম টেস্ট ম্যাচে তিনি ব্যাটিং করতে নেমেছিলেন ছয় নম্বরে। নেমে শতক হাঁকানোর পাশাপাশি ১৭৭ রানের দূর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি সেদিন।
এখন পর্যন্ত অভিষেকে ছয় বা তার নিচে নেমে খেলা সেটিই সর্বোচ্চ রানের ইনিংস। অভিষেকে প্রথম শতক হাঁকানো রোহিত এরপর আরও ১১টি সেঞ্চুরির দেখা পেয়েছেন নিজের ক্যারিয়ারে।
সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে- তার সেঞ্চুরি করা কোন ম্যাচে হারেনি ভারত। এমনকি প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। রোহিতের এই রেকর্ড ভাঙা বড্ড দায় যে কারও জন্যে।