নেইমার জুনিয়র—ব্রাজিলিয়ান ফুটবলের উজ্জ্বলতম নাম। তাঁর ক্যারিয়ারের সূচনা হয়েছিল সান্তোস থেকেই। তবে যার ছায়ায় বড় হয়েছেন নেইমার জুনিয়র, এবার সেই সান্তোসের গ্যালারিতে বসে দেখলেন তাঁর ছেলের খেলা। আবিষ্কার হতে দেখলেন নতুন তারকা রবিনহোর ছেলে, রবসন জুনিয়রকে।
ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় আক্ষেপ বলা হয় নেইমারকে। তবে তাঁর আগেও যার নামের পাশে ছিল ‘আক্ষেপ’ শব্দটা তিনি রবিনহো। সান্তোসে আসার পর নেইমারকে আগলে রেখেছিলেন, বড় ভাইয়ের ছায়ায় বড় করেছিলেন। নেইমারও তাঁকে মানতেন ফুটবল আইডল হিসেবে।
এবার সেই রবিনহোর ভূমিকায় দেখা গেল সেদিনের সেই নেইমারকে। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে যাকে আগলে রাখতে চাইছেন নেইমার তিনি কেউ নন স্বয়ং রবিনহোরই ছেলে।

সান্তোসে এইজ লেভেলের এক ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন নেইমার জুনিয়র নিজেই। উদ্দেশ্য একটাই—দেখবেন সান্তোসের হয়ে খেলতে নামা রবসন জুনিয়রের পারফরম্যান্স। ছোট থেকেই ব্রাজিলিয়ান ফুটবল পরিবারের আলোচিত নাম রবসন। এবার মাঠে তার প্রতিভার ঝলক দেখলেন নেইমার।
গ্যালারিতে নিজের আইডলকে সামনে রেখে গোল করার পর রবসন জুনিয়রও উদযাপন করলেন নেইমারের মতোই। যেন নেইমারকে মনে করালেন, ‘আমার মাঝেই তুমি আছো।’
এই ম্যাচ যেন ছিল এক ‘ফুল সার্কেল’ মুহূর্ত। নেইমার সান্তোসে যা শুরু করেছিলেন, আজ রবিনহোর ছেলে যেন সেই উত্তরাধিকারকেই বয়ে নিয়ে চলেছেন। বাবার মতো খেলোয়াড় হয়ে ওঠার স্বপ্নে দৌড় শুরু করেছিলেন, আর এখন মাঠে তার ছাপ রেখে চলেছেন নিজস্ব মহিমায়।

বাবা রবিনহো ব্রাজিলিয়ান ফুটবলের বিখ্যাত নাম। আর ছেলে রবসন জুনিয়র যদি সঠিকভাবে এগিয়ে যেতে পারে, তবে এই ‘ফাদার-সন লিগ্যাসি’ হতে পারে ব্রাজিলের ফুটবল ইতিহাসের আরেক গর্বের অধ্যায়।
সামনে বাকি অনেক পথ। তবে শুরুটা হলো দারুণভাবেই। এখন দেখার, রবসন জুনিয়র কীভাবে গড়েন নিজের পরিচয়—নেইমারদের ছায়ায় কি হতে পারবেন কিংবদন্তি এক নাম? বাবা রবিনহোর কিংবা আইডল নেইমারের আক্ষেপ গণ্ডি থেকে বেরিয়ে কি হতে পারবেন ব্রাজিল ফুটবলের নক্ষত্র।











