বিরাট-রবি জুটি, দিয়েছিল দুর্দিনের ছুটি

এই দুইজনে মিলে ভারতকে দেখিয়েছিলেন টেস্ট ক্রিকেটে রাজত্ব করার স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবেও রুপান্তরিত করেছিলেন এই দুইজনে মিলে।

একটা জুটি, ভারতের টেস্ট খেলার ধরণকে বদলে দিয়েছিল। সেই জুটির দু’জনই আজ অবসর রেখার অপরপ্রান্তে দাঁড়িয়ে। বিরাট কোহলি, সদ্যই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন। ১৪ বছরের সফেদ যাত্রার ইতি টেনে দিয়েছেন। এমন সময়ে রবি শাস্ত্রীর প্রশংসা বাণী আসবে না- তে কি করে হয়!

এই দুইজনে মিলে ভারতকে দেখিয়েছিলেন টেস্ট ক্রিকেটে রাজত্ব করার স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবেও রুপান্তরিত করেছিলেন এই দুইজনে মিলে। অধিনায়ক হিসেবে ভারতের টেস্ট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক বিরাট কোহলি। পরিসংখ্যান আর পারফরমেন্স অন্তত সে কথাই বলে।

তার অধীনে ভারত ৫৮.৮২ শতাংশ টেস্ট ম্যাচে পেয়েছিল জয়ের দেখা। এর সিংহভাগ সাফল্যের সারথি রবি শাস্ত্রী। এই দুইজনে মিলিয়ে এক সুদৃঢ় মানসিকতার সঞ্চার ঘটাতে পেরেছিলেন ভারতের টেস্ট স্কোয়াডে। ঘরের বাইরে টেস্ট ভারতের কাছে ছিল রীতিমত এক দুঃস্বপ্ন। কিন্তু বিরাট ও শাস্ত্রী জুটি টেস্ট দলকে লড়াই করতে বললেন, জয়ের জন্যে চেষ্টা চালানোর মানসিক শক্তি অর্জনের রাস্তাটা তৈরি করে দেন।

এরপরই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মত টেস্ট সিরিজ জয় করেছিল ভারত। শুধু তাই নয়- সেনা কন্ডিশনে জয়ের জন্যে জয়ের লড়াই করেছে টিম ইন্ডিয়া প্রায় প্রতিটা ম্যাচে। এক্ষেত্রে অবশ্য শাস্ত্রী কৃতিত্ব দিয়েছেন বিরাটকেই। বিরাট যে ফিটনেসের মানদণ্ডই বদলে ফেলেছিল। ভিনদেশী কন্ডিশনে এই ফিটনেসের কারণেই অধিকাংশ সময়ে মাত খেয়ে যেত ভারত।

সেই দশা থেকে পরিত্রাণ পেয়েছে তারা বিরাটের সেট করে দেওয়া ফিটনেস স্ট্যান্ডার্ডের কারণে। আর পেছন থেকে আক্রমণাত্মক পরিকল্পনার কলকাঠি নেড়ে গেছেন রবি শাস্ত্রী। হার না মানা মানসিকতা এবং নির্ভীক সব সিদ্ধান্তই পালটে দিয়েছিল গোটা ভারত দলকে।

রবি শাস্ত্রী তাই ফেলে আসা দিনের সারথির সফেদ অধ্যায়ের শেষবেলায় প্রশংসায় কার্পণ্য করেননি। তিনি বলেন, ‘বিশ্বাসই হচ্ছে না যে তোমার যাত্রা শেষ। তুমি আধুনিক যুগের এক দানব এবং টেস্ট ক্রিকেটের একজন অসাধারণ দূত ছিলে— তোমার খেলার ধরনে, নেতৃত্বে। তুমি সবাইকে, বিশেষ করে আমাকে, যে স্মৃতিগুলো দিয়ে গেছ তার জন্য ধন্যবাদ। আমি আজীবন এগুলো লালন করব। শুভ কামনা, চ্যাম্প।’

Share via
Copy link