রিশাদের হাতে সোনার আইফোন

সোনায় মোড়ানো আইফোন পাওয়াদের এই তালিকায় আছেন রিশাদ। শুধু পারফর্ম করাই নয়, পারফরম্যান্সের স্বীকৃতিও পেলেন রিশাদ হোসেন।

লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা বললেন, ‘আমি তোমাকে ভালবাসি।’ এই ভালবাসার মানুষটি হলেন রিশাদ হোসেন। শুধু ভালবাসাই নয়, সাথে সোনালি একটা আইফোনও পেলেন রিশাদ।

লাহোর কালান্দার্স কোয়ালিফায়ারে বড় জয় পেয়েছে। নিশ্চিত করেছে পাকিস্তান সুপার লিগের ফাইনাল। জয়ে বড় অবদান রিশাদ হোসেনের। বাংলাদেশের এই লেগ স্পিনারের ব্যাপারে সামিন রানা বলেন, ‘জামান খানকে বসিয়ে রাখার সিদ্ধান্ত আমাদের জন্য কঠিন ছিল। সেই জায়গায় রিশাদ হোসেন আমাদের গর্বিত করেছে।’

রিশাদের বিপক্ষে সাজঘরে ফিরে গেছেন তিন জন — সালমান আলী আগা, শাদাব খান ও জিমি নিশাম। যারা স্পিনে স্বচ্ছন্দ, রিশাদ তাদেরই থামিয়ে দিয়েছেন স্পিনেই। সেই কথাটাই বারবার বললেন সামিন রানা।

লাহোর কালান্দার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। সাড়ে ৪ মিনিটের ওই ভিডিওতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে চারজন সেরা তারকাকে খুঁজে নিয়েছেন দলটির মালিক।

এর মধ্যে দুজন দেশি, বাকি দুজন বিদেশি। সোনায় মোড়ানো আইফোন পাওয়াদের এই তালিকায় আছেন রিশাদ। শুধু পারফর্ম করাই নয়, পারফরম্যান্সের স্বীকৃতিও পেলেন রিশাদ হোসেন।

Share via
Copy link