ক্রিকেট দুনিয়ায় মাস জুড়ে এক বিষাদের সুর

স্রেফ একটা মাস, এই সময়টা যেন ক্রিকেট প্রেমীদের বিষাদের। এক এক করে পাঁচজন উজ্জ্বল নক্ষত্র বাজিয়েছেন বিদায়ের ঘন্টা।

স্রেফ একটা মাস, এই সময়টা যেন ক্রিকেট প্রেমীদের বিষাদের। এক এক করে পাঁচজন উজ্জ্বল নক্ষত্র বাজিয়েছেন বিদায়ের ঘন্টা। সর্বশেষ সংযোজন এনরিখ ক্লাসেন। একই দিনে বিদায় জানিয়েছেন আরও এক কিংবদন্তি। গ্লেন ম্যাক্সওয়েল অবশ্য ওয়ানডে ক্রিকেটের অধ্যায়ের ইতি টেনেছেন।

এক এক করে বর্ণাঢ্য সব অধ্যায়ের সমাপ্তি হয়ে যাচ্ছে চোখের পলকে। শুরুটা করেছিলেন রোহিত শর্মা। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সেই ফরম্যাট থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। স্রেফ ওয়ানডে ক্রিকেটটাই চালিয়ে যাওয়ার ইচ্ছে তার।

রোহিতের মত একই পথে হেটেছেন ভারতের আরেক কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। কানাঘুষা চলছিল, তাকে বাদ রেখে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। কিন্তু সেটা বিরাটের জন্যে হতে পারত মানহানীকর। তাইতো তিনি ভারতের স্কোয়াড ঘোষণার আগেই সফেদ জার্সির মায়া ত্যাগ করেন।

সেই তালিকায় আছেন শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথুস। দীর্ঘদিন ধরে চলমান ক্যারিয়ারকে বিশ্রাম দিলেন তিনি। বয়স হয়েছে, টেস্ট ক্রিকেটের ধকল আর সইতে পারেন না। সে কারণেই তার অবসরের সিদ্ধান্ত। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের ওয়ানডে ছাড়ার সিদ্ধান্তে খানিকটা অবাক হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে তার ২০০ ছাড়ানো ইনিংসটি ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞাপন। সেই ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন হুট করেই। ম্যাক্সওয়েলের সেই বিধ্বংসী রুপ দেখা যাবে না আর, এটা ভেবে শোকাহত হতে না হতেই এনরিখ ক্লাসেনের বিদায়ের খবর চাওড় হয়েছে।

তিনি নিজেই ঘোষণা দিয়েছেন অবসরের। তবে বাকিদের মত ফরম্যাটে ভেদে অবসরে জাননি তিনি। সোজাসাপ্টা আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পর্দা নামিয়ে দিলেন। কি অবলীলায় মাত্র ৩৩ বছর বয়সেই প্রোটিয়া ব্যাটার নিয়ে ফেললেন এমন কঠিন এক সিদ্ধান্ত। শোকের মাতম যেন আরও ঘনিভূত হল। ক্রিকেট প্রেমীদের বুকের মধ্য খানটা আরও বেশি উদ্বিগ্ন হয়ে উঠল। এই বুঝি আবার কেউ অবসরের ঘোষণা দিয়ে ফেলে!

Share via
Copy link