সিডনিতে রাজার আগমন

টি-টোয়েন্টি জাতীয় দলের পরিকল্পনায় নেই তবুও বাবর আজমকে বিগ ব্যাশে সিডনি সিক্সার্স দলে ভেড়ালো ডিরেক্ট সাইনিংয়ে।ক্যারিয়ারের খারাপ সময়েও বিগ ব্যাশের মঞ্চে প্রথমবার রাজার মতোই আগমন ঘটতে যাচ্ছে বাবরের।

টি-টোয়েন্টিতে জাতীয় দলের পরিকল্পনায় নেই তবুও বাবর আজমকে বিগ ব্যাশে সিডনি সিক্সার্স দলে ভেড়ালো ডিরেক্ট সাইনিংয়ে।ক্যারিয়ারের খারাপ সময়েও বিগ ব্যাশের মঞ্চে প্রথমবার রাজার মতোই আগমন ঘটতে যাচ্ছে বাবরের।

বিগ ব্যাশ লিগের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল ড্রাফট শুরুর আগে একজন করে আন্তর্জাতিক ক্রিকেটারকে প্রি-সাইন করতে পারে। আর এই সুযোগে সিডনি দলে টানলো বাবরকে। ১৯ জুন অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক খেলোয়াড়দের ড্রাফটের আগেই এই সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি।

সিক্সার্সের হয়ে খেলবেন বাবর আজম, যেখানে দলে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ, শন অ্যাবটদের মতো পরিচিত মুখ। আগের মৌসুমে কোনো বিদেশি ক্রিকেটার প্রি-সাইন না করা একমাত্র দল ছিল সিক্সার্স। অবশেষে বাবরের মতো তারকাকে টেনে নিয়ে স্কোয়াডে শক্তি বাড়ালো।

তবে সাম্প্রতিক সময়ে বাবর নেই চিরচেনা ছন্দে। ব্যাটে আগের মতো রান নেই, সমালোচনা এমনকি সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের পরিকল্পনা থেকে বাদ পড়েছেন তিনি। সবখানে যখন উপেক্ষিত বাবর তখনই এমন সুযোগ তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

চুক্তি নিয়ে সিক্সার্সের দেওয়া বিবৃতিতে বাবর বলেন,
‘এটা দারুণ এক সুযোগ। বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগগুলোর একটি বিগ ব্যাশ, এবং এমন সফল একটি দলের অংশ হতে পেরে আমি গর্বিত। দলের সাফল্যে ভূমিকা রাখতে চাই, ভক্তদের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে চাই এবং পাকিস্তানে আমার পরিবার ও সমর্থকদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই।’

সব মিলিয়ে জাতীয় দলের বাইরে থাকা সত্ত্বেও, বিগ ব্যাশের মতো বড় মঞ্চে বাবর আজমের সরাসরি চুক্তি যেন প্রমাণ করে তাঁর প্রতি এখনো আস্থা রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। এবার দেখার পালা, সিডনি সিক্সার্সের জার্সিতে বাবর কতটা প্রতিদান দিতে পারেন।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link