হেডিংলি টেস্টে ৩৯ বছরের রেকর্ড ভাঙলেন জয়সওয়াল-রাহুল জুটি। ৯১ রানের পার্টনারশিপ গড়ে এই মাঠে ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল ওপেনিং জুটির রেকর্ড এখন তাদের দখলে।
ইংল্যান্ড-ভারত টেস্ট মহারণে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে তার সেই সিদ্ধান্তের জবাবে দারুণ শুরু আসে লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল ব্যাট থেকে।
এই দুই ওপেনার হেডিংলির কঠিন কন্ডিশনে ইংলিশ পেসারদের সুইং সামাল দিয়েছেন বেশ ভালোভাবেই। একপ্রান্তে জয়সওয়ালের সাবলীল ব্যাটিং, অন্যপ্রান্তে ক্লাসিক্যাল রাহুল। ইংলিশ পেসারদের রীতিমতো সামাল দিয়েছেন শৌল্পিক মেজাজে। তবে ব্যক্তিগত ৪২ রান করে রাহুল ফিরে গেলে, শেষমেষ ৯১ রানের মাথায় থামে তাদের এই রেকর্ড জুটি।
এই ইনিংসের সুবাদেই সুনীল গাভাস্কার এবং কৃষ্ণমাচারি শ্রীকান্তের পর হেডিংলি টেস্টে ভারতের হয়ে প্রথম কোনো ওপেনিং জুটি হিসেবে পঞ্চাশ রানের বেশি জুটি গড়লেন রাহুল ও যশস্বী। ১৯৮৬ সালে গাভাস্কার-শ্রীকান্ত গড়েছিলেন ৬৪ রানের ওপেনিং জুটি—যা এতদিন ছিল ভারতের সর্বোচ্চ ওপেনিং রানের রেকর্ড এই মাঠে।
এই ভেন্যুতে ভারতের ওপেনিং জুটি বরাবরই দুশ্চিন্তার কারণ ছিল। সেই সাথে ভারতের নতুন পরিকল্পনা এবং ওপেনিংয়ে রাহুল-জয়সওয়াল কেমন করেন, সেটা নিয়ে ভারতীয় শিবিরে বাড়তি চাপ।
তবে সেই চাপ দুই ওপেনার বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন। তাই তো এই জুটিকে নিয়ে প্রত্যাশা বাড়ছে। আপাতত প্রথম অ্যাসাইনমেন্টে ভালো নাম্বারই তুলেছেন এই দুই জুটি। এখন দেখার, কতটা ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তারা।