জয়সওয়ালের হেডিংলি জয়

পয়েন্ট অঞ্চলে বল ঠেলে দিয়েই দুহাত তুলে দৌড় শুরু করলেন, মাথার হেলমেট খুলে লাফিয়ে উঠে জানান দিলেন তিনি ধরাছোঁয়ার বাইরের কেউ। যশস্বী জয়সওয়ালের বয়সটা ২৩ এর গণ্ডি না পেরোলেও ভারতের ব্যাটিংয়ের ব্যাটনটা যে তাঁর হাতেই ধরা।

পয়েন্ট অঞ্চলে বল ঠেলে দিয়েই দুহাত তুলে দৌড় শুরু করলেন, মাথার হেলমেট খুলে লাফিয়ে উঠে জানান দিলেন তিনি ধরাছোঁয়ার বাইরের কেউ। যশস্বী জয়সওয়ালের বয়সটা ২৩ এর গণ্ডি না পেরোলেও ভারতের ব্যাটিংয়ের ব্যাটনটা যে তাঁর হাতেই ধরা।

হেডিংলিতে নিজের ২০তম টেস্ট খেলতে নেমে শতকের দেখা। ইংল্যান্ডের মাঠে প্রথমবার। ইতিমধ্যেই করে ফেলেছেন পাঁচ সেঞ্চুরি। ৫৫-এর উপরে গড় জানান দিচ্ছে ভারতের ওপেনিংয়ে অঘোষিত রাজা এখন জয়সওয়াল।

টস হেরে শুরুতেই ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ভারত। ওপেনিংয়ে নতুন সঙ্গী রাহুল। ইংলিশ পেসারদের সুইংয়ের বিপরীতে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকেন জয়সওয়াল। মাঠের চারপাশে যেভাবে শট খেলতে থাকেন, যেন উইকেটটা তাঁর খুব চেনা।

কেএল রাহুলকে সাথে নিয়ে গড়েন ৯১ রানের জুটি। ভারতের আকাশে যেন এক দুশ্চিন্তার মেঘ সরে যায়। ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রোহিত শর্মার অবর্তমানে কী কম্বিনেশন হবে ওপেনিংয়ে, কেমন করবে তারা।

সব দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নেন জয়সওয়াল। ৯১ রানের মাথায় ব্যক্তিগত ৪২ রান করে সাজঘরে তখন কেএল রাহুল। অভিষেক হওয়া সাই সুদর্শনও ফেরেন শূন্য রানে। এক রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে তখন চাপে ভারত।

তবুও এক প্রান্তে অবিচল থাকেন জয়সওয়াল, খেলেন নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে। যেন কোনো চাপ তাকে ছুঁতে পারে না। অধিনায়ককে সাথে নিয়ে আবারও ভারতের ইনিংস গড়া শুরু করেন।

ফরম্যাটটা যাই হোক না কেন জয়সওয়াল যেন ফিনিক্স পাখির মতোই উড়ছেন। নিজের স্বভাবসুলভ ব্যাটিং, দৃঢ় মনোবল আর যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার সক্ষমতা প্রমাণ করছে ভারতের পরবর্তী বড় নামটা তাঁরই।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link