শামিম পাটোয়ারি, বাংলাদেশের ষষ্ঠ ইন্দ্রিয়

প্রেমাদাসায় অবশেষে প্রেম খুঁজে পেল বাংলাদেশ। ১১ টি ওয়ানডে পর ১২ তম ওয়ানডেতে গিয়ে জয় ছিনিয়ে আনা গেল স্বাগতিক শ্রীলঙ্কাকে। স্তব্ধ করে দেওয়া গেল গোটা লঙ্কা দ্বীপকে, যেখানে এখন পিন পতনের নীরবতাও স্পষ্ট শোনা যায়। সেই শব্দ আরও স্পষ্ট হল শামিম হোসেন পাটোয়ারির জন্য, যিনি এই প্রেমাদাসার আড়ালের সেনানী।

প্রেমাদাসায় অবশেষে প্রেম খুঁজে পেল বাংলাদেশ। ১১ টি ওয়ানডে পর ১২ তম ওয়ানডেতে গিয়ে জয় ছিনিয়ে আনা গেল স্বাগতিক শ্রীলঙ্কাকে। স্তব্ধ করে দেওয়া গেল গোটা লঙ্কা দ্বীপকে, যেখানে এখন পিন পতনের নীরবতাও স্পষ্ট শোনা যায়। সেই শব্দ আরও স্পষ্ট হল শামিম হোসেন পাটোয়ারির জন্য, যিনি এই প্রেমাদাসার আড়ালের সেনানী।

আর প্রেমাদাসার উইকেটে রান তাড়া করা খুব কঠিন। সেখানে বাংলাদেশ খেলতে নামা ষষ্ঠ বোলারকে ছাড়াই। ঠিক সেই সময়ই একটা ম্যাজিক হল। সেই ম্যাজিকের নাম শামিম পাটোয়ারি। অনেক ‘নেই’-এর ভিড়ে তিনি আড়াল থেকে বের হয়ে ভরসা যোগালেন, জানান দিলেন তিনি আছেন।

কার্যত তিনি বোলার নন। তবে, আজকাল ষষ্ঠ বোলার হিসেবে প্রায় ডাক আসছে তাঁর। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির সাফল্যের পর এবার ওয়ানডেতেও তিনি অনবদ্য। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নয় ওভার বোলিং করেছেন, মাঝখানে খুব একটা বিরতিও পাননি।

সেখানে তিনি যে সার্ভিস দিয়ে গেছেন, সেটা এক কথায় অনবদ্য। স্ট্রাইক বোলাররা যেটা করতে পারেননি, শামিম সেটাই করেছেন। লো স্কোরিং ম্যাচে রান গুণেছেন মাত্র ২২ টি। একটি মেইডেন দিয়ে পেয়েছেন একটা উইকেট। সেটাও আবার আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ও লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কার।

একটা সময় ওভারপ্রতি সাত করে রান শ্রীলঙ্কা নিতে পারছিল কুশল মেন্ডিসের কল্যানে। কিন্তু, তিন স্পিনার সেই লাগামটা টেনে ধরতে পারেন। আর স্পিনারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী ছিলেন শামিম। ওভার প্রতি আড়াইয়ের কম রান দিয়েছেন। শ্রীলঙ্কা রান রেটের চাপে পড়ে উইকেট হারিয়েছে।

দিন শেষে জিতে গেছেন শামিম। ১৬ রান জিতে গেছে বাংলাদেশ। আর জিতে গেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের ষষ্ঠ বোলারের অনবদ্য কৌশল।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link