জাদেজা-সুন্দর, ভারতের দুই দেবদূত

জোড়া শতকে ম্যাচ বাঁচালেন। এখন আবার জোড়া অর্ধশতকে অন্য ম্যাচের জয়ের ভীত গড়ে দিলেন। রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর যেন ভারতের রক্ষাকর্তা হয়ে হাজির হলেন।

জোড়া শতকে ম্যাচ বাঁচালেন। এখন আবার জোড়া অর্ধশতকে অন্য ম্যাচের জয়ের ভীত গড়ে দিলেন। রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর যেন ভারতের রক্ষাকর্তা হয়ে হাজির হলেন। ম্যানচেস্টার টেস্ট অভাবনীয় প্রত্যাবর্তন ঘটালেন দুইজনে মিলে। এরপর লন্ডন ওভালে জয়ের স্বপ্নকে করেছেন গাঢ়। তাতে ইংরেজদের সিরিজ জয়ের আলো দপ করে নিভে গেল।

এই দুই ব্যাটারের কল্যাণে ওভালে ভারতের লিড গিয়ে দাঁড়াল ৩৭৩ রানে। শেষের দিকে জাদেজার আগ্রাসী ঢঙের টেস্ট ব্যাটিংকেও মাত দিয়ে দিলেন সুন্দর। তিনি রীতিমত ওয়ানডে ভঙ্গিমায় তুলে নিলেন অর্ধশতক। তাতে করে প্রায় অজেয় এক লক্ষ্য ছুড়ে দেওয়া গেছে স্বাগতিক ইংল্যান্ডকে।

স্রেফ ৪৬ বলে ৫৩ রান করে থেমেছেন ওয়াশিটন সুন্দর। ভারতের উদ্দেশ্য ছিল পরিষ্কার। দ্রুত ব্যাট চালিয়ে যতটুকু বাড়িয়ে নেওয়া যায় দলীয় সংগ্রহ। হাতে এক উইকেট বাকি থাকতে এর থেকেও বেশি কিছু করার উপায় তো আর নেই কোন।

৩৫৭ থেকে ৩৯৬ অবধি দ্বিতীয় ইনিংসের সংগ্রহ গিয়েছে ওয়াশিংটন সুন্দরের কল্যাণেই। এর আগে আবার ৭৭ বলে ৫৩ রান করে গেছেন রবীন্দ্র জাদেজা। এবারের পুরো সিরিজ জুড়ে দ্বিতীয় ইনিংসে জাদেজা যেন এক ভিন্ন রুপে হয়েছিলেন আবির্ভূত। শেষ চার ম্যাচের চারটির দ্বিতীয় ইনিংসেই পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন তিনি।

এর মধ্যে ম্যানচেস্টারে তো করেছেন অপরাজিত শতক। এমন ধারাবাহিকতার কারণেই সম্ভবত এখনও সিরিজে টিকে আছে ভারত। তবে শেষ ম্যাচে জাদেজা ও সুন্দরের দু’টো ইনিংসই হয়ত জয়ের ফারাকটা গড়ে দিতে পারে।

আকাশ দীপের অভাবনীয় দৃঢ়তা আর যশ্বসী জয়সওয়ালের সেঞ্চুরিতে তৈরি হওয়া ভিত্তি, জাদেজা ও সুন্দরের দুই অর্ধশতকে হয়েছে সুদৃঢ়। বাকি কাজটা এখন মোহাম্মদ সিরাজদের হাতে ন্যাস্ত।

Share via
Copy link