আগ্রাসন আর স্থিতিশীলতার সেতুবন্ধন শুভমান গিল

ভারতের টি-টোয়েন্টি খেলার ধরণ আমুলে বদলে ফেলেছেন গৌতম গম্ভীর। আগ্রাসনই যেন শেষ কথা। এমন দলে শুভমান গিল ঠিক কি করবেন? 

ভারতের টি-টোয়েন্টি খেলার ধরণ আমুলে বদলে ফেলেছেন গৌতম গম্ভীর। আগ্রাসনই যেন শেষ কথা। বিশেষ করে ইনিংসের শুরুতে ধুন্ধুমার ব্যাটিংই যেন শেষ কথা। এমন দলে শুভমান গিল ঠিক কি করবেন?

গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় ওপেনারদের স্ট্রাইকরেট নিদেনপক্ষে ১৭০। এর মধ্যে অভিষেক শর্মা প্রায় ১৯৯.৬ স্ট্রাইকরেটে ব্যাট চালিয়েছেন। অধিকাংশ সময়ে তার সঙ্গী থাকা সাঞ্জু স্যামসনে রব্যাট চলেছে ১৮২.৮৯ স্ট্রাইকরেটে। এছাড়া মাঝেমধ্যে সুযোগ পাওয়া যশ্বসী জয়সওয়ালও রান তুলেছেন ১৭০ স্ট্রাইকরেটে।

এই যখন পরিসংখ্যান, তখন শুভমানের স্ট্রাইকরেট ১২৯.২৫। বাকিদের তুলনায় বড্ড বেমানান। এ কারণেই মূলত এশিয়া কাপের দলে শুভমানের অন্তর্ভুক্তি নানা সমালোচনার খোরাক জুগিয়েছে। কিন্তু পরিস্থিতি কি একেবারেই কি নিরাশার নোনাজলে ডুব সাঁতার দেওয়ার মত? না, শুভমান বিবর্তনের একটা ধারা অবশ্য বেশ আগে থেকেই শুরু করেছেন।

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি রান করেছেন ১৫৫.৮৮ স্ট্রাইকরেটে। বর্তমান সময়ের ক্রিকেটের মানদণ্ডে খুব একটা মন্দ নয়। তবে চমকপ্রদ বিষয় ছিল তার ব্যাটিং গড়। ৬৫০ রান তুলেছিলেন গিল ৫০ গড়ে। দারুণ! দূর্দান্ত! এই বিষয়টিই বরং হতে পারে ভারতের টি-টোয়েন্টি দলে শুভমান গিলের ইউনিক সেলিং পয়েন্ট।

বাকিদের আগ্রসনের সাথে সামঞ্জস্য রেখে তিনি দলকে দিয়ে যাবেন স্থিতিশীলতা। ক্যারিয়ারের শুরুর দিকটায় শুভমান বেশ রক্ষনশীল ঘরনার ব্যাটার ছিলেন। ২০২২ সাল অবধি সে ভাবেই ব্যাটিং করেছেন, রয়েসয়ে। তবে ২০২৩ সালের আইপিএলে তিনি নিজেকে খানিকটা ভিন্নরুপে হাজির করেন। ১৫৫ স্ট্রাইকরেটে রান তোলার চেষ্টা চালান। ২০২৪ সালে সে স্ট্রাইকরেটে অবশ্য ভাটা পড়েছিল খানিকটা।

তবে তিনি আবার শুধরে নিয়েছেন তা। ২০২৩ আইপিএলেও তার গড় ছিল পঞ্চাশের ঘরে, প্রায় ৬০ ছুঁইছুঁই। অতএব ধারাবাহিকভাবে রান করতে পারার গুণাবলি তার মধ্যে রয়েছে। এ কথা সত্য যে ভারতের বর্তমান টি-টোয়েন্টি অ্যাপ্রোচের সাথে গিল বেমানান। কিন্তু স্ট্রাইকরেট যুতসই রেখে ধারাবাহিকভাবে ব্যাটিংটা অন্তত করতে পারলেই কেল্লাফতে। আগ্রাসন আর স্থিতিশীলতার ধারক ও বাহক হয়ে উঠতে পারবেন ডানহাতি এই ব্যাটার।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link