বিশ্বকাপ মিশনে ডাকাতি করেছেন এই ক্রিকেটার

আগামী ২৮ নভেম্বর রয়্যাল কোর্টে আবারও শুনানি হবে। ততদিন পর্যন্ত তাঁকে হেফাজতেই থাকতে হবে। আদালত তাঁর জামিন নামঞ্জুর করেছে।

ক্রিকেট দুনিয়ায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগে খেলতে গিয়ে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পাপুয়া নিউগিনির (পিএনজি) উইকেটরক্ষক-ব্যাটার কিপলিন ডোরিগা। ২৫ আগস্ট ভোররাতে জার্সির রাজধানী সেন্ট হেলিয়ারে এই ঘটনা ঘটেছে।

২৯ বছর বয়সী এই ক্রিকেটার ইতোমধ্যে জাতীয় দলের হয়ে ৯৭ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২১ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন তিনি পিএনজি স্কোয়াডে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ৩৯ টি ওয়ানডে ও ৪৩ টি টি-টোয়েন্টি, যেখানে তিনি করেছেন এক হাজারের বেশি রান এবং খেলেছেন চারটি অর্ধশতক।

ডোরিগাকে ২৭ আগস্ট ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। শুনানিতে তিনি অভিযোগ স্বীকার করেন। তবে মামলাটি গুরুতর হওয়ায় ম্যাজিস্ট্রেট রেবেকা মর্লে-কার্ক বিষয়টি রয়্যাল কোর্টে পাঠিয়ে দেন। আগামী ২৮ নভেম্বর রয়্যাল কোর্টে আবারও শুনানি হবে। ততদিন পর্যন্ত তাঁকে হেফাজতেই থাকতে হবে। আদালত তাঁর জামিন নামঞ্জুর করেছে।

ডোরিগার গ্রেপ্তারি ক্রিকেটবিশ্বের জন্য খুবই শকিং। ক’দিন আগেই ডেনমার্কের বিপক্ষে খেলেছিলেন ৮৪ বলে ৬৮ রানের ইনিংস। পিএনজি ক্রিকেট বোর্ড অবশ্য দ্রুতই নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। তারা জানিয়েছে, ডোরিগার ব্যক্তিগত এই কর্মকাণ্ডের সঙ্গে বোর্ড বা দলের কোনো সম্পর্ক নেই এবং এটি দলের চলমান অভিযানে কোনো প্রভাব ফেলবে না।

ক্রিকেট ইতিহাসে একাধিকবার নামি খেলোয়াড়ও অপরাধে জড়িয়ে পড়েছেন। সম্প্রতি পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলীকে গ্রেপ্তার করা হয়েছিল ম্যানচেস্টারে। ধর্ষণ অভিযোগ থাকার পরও তিনি জামিন পান। ২০২২ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে একই অভিযোগে অভিযুক্ত হন শ্রীলঙ্কান দানুশকা গুনাথিলাকা, যদিও ২০২৩ সালে সেই অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হয়।

Share via
Copy link