লিটনের ব্যাটে ঝলমলে এশিয়া কাপের স্বপ্ন

অনেকদিন বাদে ওপেনিংয়ে নামলেন লিটন দাস, নেমেই নিজের টি-টোয়েন্টির মানসিকতা দেখালেন পুরোদমে।

অনেকদিন বাদে ওপেনিংয়ে নামলেন লিটন দাস, নেমেই নিজের টি-টোয়েন্টির মানসিকতা দেখালেন পুরোদমে। বৃষ্টির বাঁধা না থাকলে সেঞ্চুরিও আসতে পারত। সেটা না হলেও নিজের মানসিকতার জন্যই পাশ মার্ক পেয়ে যাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক।

লিটন দাসের ইনিংসটা স্পষ্ট দুই ভাগে ভাগ করা যায়, বৃষ্টি নামার আগে ও পরে। ব্যাটিং উইকেটে যে ইনটেন্টে খেলার দরকার ছিল, সেটা করতে পেরেছেন লিটন দাস। ইনিংসের তৃতীয় ওভারেই ২২ রান তুলে ফেলেন। তখন মনে হচ্ছিল বাংলাদেশের হয়ে নিজের করা দ্রুততম হাফ সেঞ্চুরির নিজের রেকর্ডটাই ভাঙতে চলেছেন তিনি।

কিন্তু, বৃষ্টির পর ভোল পাল্টাতে বাধ্য হন তিনি। কারণ, এই দফায় উইকেট আগের চেয়ে অনেক স্লো। ফলে, বল ব্যাটে বলে আসছিল না। টাইমিং হচ্ছিল না। লিটন সংগ্রাম করেন, তবে নিজের ইন্টেন্ট ধরে রাখেন। শেষ পর্যন্ত ৪৬ বলে ৭৩ রান করেন তিনি। প্রায় আড়াইশ স্ট্রাইক রেট থেকে শেষ অবধি ১৫৮.৬৯-এ গিয়ে ঠেকে।

চারটি ছক্কা আর ছয়টি চারে, ইনিংসজুড়েই নিজের ইন্টেন্ট দেখিয়ে গেছেন তিনি। বেরসিক বৃষ্টিতে মোমেন্টাম নষ্ট না হলে হয়ত টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটা পেয়েই যেতে পারতেন লিটন।

তারপরও অর্জনের খাতাট ছোট নয়। টি-টোয়েন্টিতে এটা লিটনের ১৪ তম হাফ সেঞ্চুরি। ছাড়িয়ে গেছেন ১৩ টি হাফ সেঞ্চুরি করা সাকিব আল হাসানকে।

দ্বিতীয় দফায় বৃষ্টি নামার আগে বাংলাদেশ দল ১৮.২ ওভারে চার উইকেট হারিয়ে ১৬৪ রান করে বাংলাদেশ। এর মধ্যে প্রায় অর্ধেক রান লিটন দাস একাই করেছেন। পুরো সিরিজ জুড়েই লিটন দাস ছিলেন দারুণ ছন্দে। সিরিজের অবধারিত সেরা ব্যাটার তিনি। এবার এই ফর্মটা এশিয়া কাপে থাকলেই কার্যত স্বপ্ন পূরণ হতে পারে বাংলাদেশের।

Share via
Copy link