ওমানের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ!

ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে পাকিস্তান। সম্প্রতি ত্রিদেশীয় সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাসী গোটা দল, সেই সাথে প্রত্যাশার জায়গাও বেশ প্রশস্ত হয়েছে। তাই তো নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে প্রশ্নের জায়গাটা, কেমন একাদশ নিয়ে মাঠে নামবে সালমান আলী আঘার দল?

ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে পাকিস্তান। সম্প্রতি ত্রিদেশীয় সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাসী গোটা দল, সেই সাথে প্রত্যাশার জায়গাও বেশ প্রশস্ত হয়েছে। তাই তো নিজেদের প্রথম ম্যাচের আগে প্রশ্নের জায়গাটা, কেমন একাদশ নিয়ে মাঠে নামবে সালমান আলী আঘার দল?

পাকিস্তানের শক্তির জায়গাটা তাদের টপ অর্ডার। বিশেষ করে ওপেনিংয়ে সায়িম আইয়ুব এবং শাহিবজাদা ফারহানের বিস্ফোরক শুরুটা প্রতিপক্ষের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। তিন নম্বরে থাকবেন ফখর জামান, অভিজ্ঞতা এবং পাওয়ার হিটিং দিয়ে ম্যাচের লাগাম ধরে রাখতে সিদ্ধহস্ত তিনি।

চার নম্বরে অধিনায়ক সালমান আলী আঘা, পালন করবেন অ্যাঙ্করিং রোল। আর পাঁচ নম্বরে পাকিস্তানের তুরুপের তাস হিসেবে হাসান নাওয়াজ। মিডল অর্ডারে তাঁর দ্রুত রান তোলার সক্ষমতা পাকিস্তানের জন্য একপ্রকার আশীর্বাদই বটে।

তবে মিডল অর্ডার পজিশনে সবচেয়ে বেশি দুশ্চিন্তার জায়গাটা মোহাম্মদ হারিসকে নিয়ে। সর্বশেষ ১০ ইনিংসে রান করেছেন মাত্র ৫০। তবুও উইকেটরক্ষকের ভূমিকায় নিরুপায় হয়ে তাঁকেই রাখতে হবে।

ফিনিশিং রোলে মোহাম্মদ নাওয়াজ এবং ফাহিম আশরাফ থাকছেন। ঝড়ো ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এই দুই অলরাউন্ডার। পাকিস্তানের ব্যাটিং লাইনআপটা বেশ বড় এবং শক্তিশালী। আট নম্বর পর্যন্ত ব্যাট হাতে নিশ্চয়তা দেওয়ার লোক থাকছে যা কিছুটা হলেও নির্ভার রাখবে দলকে।

পেস বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদির কাঁধেই থাকবে নেতৃত্বভার। শুরুর দিকে জাদুকরি ইনসুইং কিংবা ডেথ ওভারে ভয় ধরানো ইয়োর্কারে প্রতিপক্ষের ঘুম হারাম করে দিতে তাঁর জুড়ি নেই।

তবে ম্যানেজমেন্টের ভরসা থাকবে স্পিনের উপরই। এক্ষেত্রে আবরার আহমেদ এবং সুফিয়ান মুকিম এই দুজনকে একাদশে রেখে সাজানো হতে পারে পরিকল্পনা। সেই সাথে দলের প্রয়োজনে সায়িম-সালমানরা হাত ঘোরানোর জন্য থাকছেনই।

সব মিলিয়ে ওমানের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ— সায়িম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলী আঘা, হাসান নাওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম এবং আবরার আহমেদ।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link