একটা জটলার মত দৃশ্য। সেই জটলার মধ্যমণি খোদ সুরিয়াকুমার যাদব। অনেক্ষণ ধরে কি যেন বললেন। তাঁর বক্তব্যের মুগ্ধ শ্রোতা পুরো ওমান দল
জান-প্রাণ দিয়ে লড়েছে ওমান। ভারতের আটটা উইকেট তুলেছে। ১৮৮ রানের জবাবে করেছে ১৬৭ রান। দুইজন ব্যাটার হাফ সেঞ্চুরি করেছেন। শেষ বল পর্যন্ত চেষ্টার কমতি রাখেনি ওমান দল।
ওমানের অভাবনীয় প্রতিরোধের দর্শক ছিলেন সুরিয়াকুমার যাদব। ম্যাচ শেষে তিনি ওমান দলের কাছে যান। পুরো ওমান দল, সাপোর্টিং স্টাফরা হাজির।

সময় নিয়ে খুটিনাটি অনেক কিছু বললেন সুরিয়া। শুধু ওমানের খেলোয়াড়রা নন, মন দিয়ে সেসব কথা শুনলেন দলের প্রবীণ কোচ ও শ্রীলঙ্কান কিংবদন্তি দুলিপ মেন্ডিস। নিজের অভিজ্ঞতার সব ডালা খুলে দিলেন সুরিয়া।
সুরিয়ার কথা শেষ হতেই সবাই হাত তালি দিলেন। যেন ক্লাসের সেই জনপ্রিয় প্রফেসর খুব দুর্বোধ্য বিষয় সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন। ওমানিদের চোখে-মুখে তখন সব কিছু বুঝে ফেলার আনন্দ।
সময়টা স্মরণীয় করে রাখা চাই। সবাই এক সাথে দাঁড়িয়ে গেলেন ছবি তুলতে। ছবি তোলা হল। সেই ফ্রেমের মধ্যমণি সুরিয়া।

সব শেষ হল। চাঁদের হাট ভেঙে গেল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ওমান দল এবার হাসিমুখে বাড়িব ফিরবে।










