রেমিটেন্সের যোদ্ধাদের মরুর বুকে বাংলার আষাঢ়

দিনশেষে সমর্থকদের অবদান অন্তত খেলোয়াড়রাও করেছেন উপলব্ধি। জানিয়েছেন ধন্যবাদ। মরুর দেশের থাকতে থাকতে মরুভূমি হয়ে যাওয়া হৃদয় গুলোতে যেন বয়ে গেছে বাংলার আষাঢ়।

দুবাই যেন পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। উইকেট পতনে নাগিন ডান্স, বাউন্ডারিতে বাঁধ ভাঙ্গা উল্লাস। সবই হয়েছে বাংলাদেশের পক্ষে। গ্যালারিতে থাকা প্রতিটা যোদ্ধা অনুপ্রাণিত করে গেছেন মাঠের ভেতরে থাকা ওই ১১ জন লাল-সবুজের প্রতিনিধিকে।

দুবাই, বিশ্বের আলোচিত শহরগুলোর একটি। সেই শহরে জীবনকে সুন্দর করার লক্ষ্যে হাড়ভাঙা খাটুনি খেটে যাচ্ছেন এই বাংলার যুবারা। যারা একটা সময় ক্রিকেট ব্যাট হাতে কিংবা ফুটবল পায়ে। একদিন বড় খেলোয়াড় হওয়ার স্বপ্নকে পায়ে ঠেলে পরিবারের চাহিদা মেটাতে সেই দূর দেশে পাড়ি জমিয়েছেন প্রত্যেকে।

সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন তারা স্রেফ দেশে থাকা পরিবারের জন্যে। বিনোদন? সেটার আবার সময় কোথায়? আরব আমিরাতের তপ্ত গরম ঠেলে যখন তারা বাড়ি ফেরে, তখন শরীর ছুটে যায় পাখির খাচার মত বিছানার দিকে। সেই মানুষগুলো দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তুলেছেন লাল-সবুজের স্রোত।

দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন যে রেমিট্যান্স যোদ্ধারা, তারাই সচল রাখলেন বাংলাদেশের মাঠের ক্রিকেটের চাকাও। এশিয়া কাপের সুপার ফোরে তাদের সমর্থনে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ। রোমাঞ্চ ছড়িয়ে, উদ্বেগের জন্ম দিয়ে জয় পেয়েছে লিটন দাসের দল। সারাদিনের ক্লান্তি যেন সেখানেই উবে গেছে কর্পূরের ন্যায়। দিনভর অক্লান্ত পরিশ্রম করা মানুষদের অবদান আর অকুণ্ঠ সমর্থন চোখ এড়ায়নি সাইফ হাসানের।

ম্যাচ সেরার পুরষ্কার হাতে নিয়ে তিনি ধন্যবাদ জানালেন। উপস্থাপকের কাছ থেকে অনুরোধ করে, মাইকটা চেয়ে নিলেন সাইফ, বললেন, ‘যারা আমদেরকে সমর্থন দিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ। অসাধারণ সমর্থন দিয়ে এসেছেন আপনারা।’ ওই সকল শ্রমজীবী মানুষদের সমস্ত ক্লান্তি যেন নিমিশেই হয়েছে নিঃশেষ।

পরের দিনের সংগ্রামের জন্যে তারা রসদ পেয়ে গেছেন। প্রিয় দলের জন্যে গলা ফাটিয়েছেন। দল তাদেরকে উপহার দিয়েছে জয়। দিনশেষে সমর্থকদের অবদান অন্তত খেলোয়াড়রাও করেছেন উপলব্ধি। জানিয়েছেন ধন্যবাদ। মরুর দেশের থাকতে থাকতে মরুভূমি হয়ে যাওয়া হৃদয় গুলোতে যেন বয়ে গেছে বাংলার আষাঢ়।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link