ভূকম্পন আসতে চলেছে ভারতের ক্রিকেটে

ধেয়ে আসছে আধার কাল, বাস্তবতা আগেভাগেই মেনে নেওয়া ভাল। পায়ের নিচের মাটি নড়ে গেছে রোহিত শর্মার, বিরাট কোহলির মাথার উপর ছেয়ে আছে ধূসর মেঘের পাল।

ধেয়ে আসছে আধার কাল, বাস্তবতা আগেভাগেই মেনে নেওয়া ভাল। পায়ের নিচের মাটি নড়ে গেছে রোহিত শর্মার, বিরাট কোহলির মাথার উপর ছেয়ে আছে ধূসর মেঘের পাল। অক্ষর প্যাটেল দিচ্ছেন ট্যাকেল, রবীন্দ্র জাদেজার অবস্থা বেহাল। মোহাম্মদ শামি ধরবেন না বিমান যা হবে বিদেশগামী। ভারত ক্রিকেটে আসতে চলেছে কম্পন। আশার কুড়েঘর তাতে হবে ভূলুণ্ঠিত।

অস্ট্রেলিয়া যাবে ভারতের ওয়ানডে দল। সেই দলের অধিনায়ক শুভমান গিল। রোহিত শর্মার দীর্ঘদিনের রাজত্বে নির্বাচকদের হানা। তাতে করে অন্তত বিষয়টি পরিষ্কার, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগেই রোহিত নিতে পারেন অবসর। বয়স এখন রোহিতের ৩৮, বিশ্বকাপের সময় হয়ে দাঁড়াবে ৪০।

কিন্তু ভারত দল তো চায় তারুণ্য। নতুন আগুনে ঝলসে ফেলতে চায় গোটা ক্রিকেট বিশ্ব। অধিনায়কত্ব চলে যাওয়া মানে রোহিতকে অবসরের দিকে ঠেলে দেওয়া। আজ নয়ত কাল, রোহিত নেবে বিদায়। একই ঘটনা ঘটতে পারে দ্য কিং বিরাট কোহলির ক্ষেত্রেও। সরাসরি তো আর বলা যায় না, বিরাটের উচ্চতাও ছোঁয়া যায় না। তাকে বিনয়ের সাথে বোঝাতে হবে- আপনার সময় ফুরিয়ে গেছে।

সেই বোঝানোর প্রক্রিয়ায় মৌন দিকটাই হয়ত অবলম্বন করতে চলেছে। আকার-ইঙ্গিতে বোঝানো হবে অনেক তো হল মহারাজ- এবার না হয় অনুজরাই নেক দায়িত্ব। যদিও টেস্ট থেকে বিরাট ও রোহিতের বিদায়ের ক্ষেত্রে বেশ সোজাসাপ্টা কথাই জানিয়েছিল গৌতম গম্ভীর ও অজিত আগারকার প্যানেল। যে কারণে বিদায় বলে দিয়েছেন তারা নিঃসংকোচে।

তবে দু’জনের ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বপ্ন আছে তাই হয়ত খানিকটা রয়েসয়ে বিদায়ের ঘন্টা বাজানো হবে ওয়ানডে ফরম্যাটের। বিরাট-রোহিতের ক্ষেত্রে যতটা আকার-ইঙ্গিতে বোঝানো হচ্ছে, রবীন্দ্র জাদেজার ক্ষেত্রে পদক্ষেপ অবশ্য বেশ সরব।

সোজাসাপ্টা তাকে বাদ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াগামী দল থেকে। কারণ হিসেবে পেস বান্ধব উইকেটের দোহাই দেওয়া হয়েছে। তাই স্রেফ অক্ষর প্যাটেলকে নিয়ে দল উড়াল দেবে তাসমান পাড়ে। ২০২৭ এর ওয়ানডে বিশ্বকাপ তো হবে দক্ষিণ আফ্রিকায়। সেটাও তো পেস বান্ধব পরিবেশ। তাইতো জাদেজার অবসরের ডাক স্রেফ সময়ের ব্যাপার।

মোহাম্মদ শামি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম কাণ্ডারি। তিনি ফিরেছিলেন গোড়ালির ইনজুরি কাটিয়ে। সফল হয়েছেন বটে, তবে বয়সের ভারে সেই জৌলুসের গায়ে লেগেছে এক অদৃশ্য মরীচা। আজ কিংবা কাল, তার অবসরের ঘোষণা কেবল কালক্ষেপন। বুড়ো ঘোড়ায় বাজি ধরবেন গৌতম গম্ভীর, এ যেন রীতিমত এক দিবাস্বপ্ন।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link