‘৫’ সংখ্যাটা ইব্রাহিমের অভিশাপ!

‘৫’ সংখ্যাটা যেন ইব্রাহিম জাদরানের জন্য এক অভিশাপ। যে অভিশাপ দুঃস্বপ্নের মতো প্রতিদিন তাঁকে তাড়া করে যাচ্ছে। দ্বিতীয় ওয়ানডেতে ওই পাঁচ রানের জন্য হাতছাড়া করেছিলেন সেঞ্চুরি, শেষ ওয়ানডেতেও সংখ্যাটা একই।

‘৫’ সংখ্যাটা যেন ইব্রাহিম জাদরানের জন্য এক অভিশাপ। যে অভিশাপ দুঃস্বপ্নের মতো প্রতিদিন তাঁকে তাড়া করে যাচ্ছে। দ্বিতীয় ওয়ানডেতে ওই পাঁচ রানের জন্য হাতছাড়া করেছিলেন সেঞ্চুরি, শেষ ওয়ানডেতেও সংখ্যাটা একই। তবে এই ম্যাচের আফসোস আরও দ্বিগুণ, ৯৫ রানে যে থামতে হয়েছে দুর্বিষহ রান আউটে কাটা পড়ে।

প্রতিপক্ষ বাংলাদেশ মানেই ইব্রাহিম জাদরানের ব্যাট তেজস্বী হয়ে ওঠে। সেই চিত্রের দৃশ্যায়ন স্বরূপ শেষ ওয়ানডেতেও জ্বলে উঠলেন তিনি। পুরোটা সময় দুর্দান্ত, দুর্দমনীয় রূপে ছিলেন তিনি।

অন্যপাশে যা কিছু হয়ে যাক না কেন ইব্রাহিম নিজের পাশে অবিচল, একদমই সাবলীল। রাহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ওপেনিংয়ে নেমে ৯৯ রানের জুটির পর সেদিকুল্লাহ অটলের সঙ্গে ৭৪ রান স্কোরবোর্ডে তুলে সচল রাখলেন রানের চাকা। ৬১ বলে পেলেন ৫০-এর দেখা।

দ্বিতীয় ওয়ানডেতে ৯৫ করে ফিরেছিলেন, তবে ওই ইনিংসটাই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছিল, হয়েছিলেন আফগানদের জয়ের নায়ক। আজও সেই একই পথে হাঁটলেন, আগের দিনের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে চেয়েছিলেন নিশ্চয়। তবে নার্ভাস নাইন্টিতে আটকে আজও ব্যর্থ হলেন।

শর্ট ফাইন লেগে সিঙ্গেল নিতে গেলেন। পরক্ষণেই আলিখিল রান নিতে অস্বীকৃতি জানান। ততক্ষণে মাঝপথে পড়ে গেলেন ইব্রাহিম জাদরান! প্রাণপণ দৌড়ে ডাইভ দিয়ে ক্রিজে ফেরার চেষ্টা করলেন, তবে নাহিদ রানার বজ্রগতির থ্রো সরাসরি আঘাত হানল স্টাম্পে। জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠল আউটের সিগন্যাল। ক্লাসিকাল ইনিংস আজও অপূর্ণতার বিষাদে রূপ নিল।

তবে ইব্রাহিম বাংলাদেশের বোলারদের জন্য যেন রীতিমতো দুঃস্বপ্নের কারিগর হিসেবে আবির্ভূত হয়েছেন। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে নয় ম্যাচে ব্যাট হাতে তুলেছেন ৪৭১ রান। ব্যাটিং গড় প্রায় ৫৯, নামের পাশে আছে এক শতক আর তিন ফিফটি। এই দুই ম্যাচ মিলিয়ে ১০ রানের ওই আক্ষেপটা না থাকলে অনায়াসে শতকের সংখ্যাটা হতে পারত তিন।

তবে ক্রিকেট এমনই। কখনও জয়ের আনন্দে ভাসিয়ে রাখবে, কখনও বা ভাগ্যের হেরফেরে অসহনীয় যন্ত্রণা হয়ে বুকে বিধে থাকবে— যেমনটা হলো ইব্রাহিম জাদরানের সঙ্গে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link