মাঠে নড়বড়ে পারফরম্যান্স, মাঠের বাইরেও অস্থিরতা—পাকিস্তান ক্রিকেটে চলছে নাজেহাল দশা। এর মাঝে আবারও গুপ্তঘাতকের মতো মাথাচাড়া দিয়ে উঠেছে মোহাম্মদ রিজওয়ান আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের দ্বন্দ্ব। কারণটা, পিসিবির দেওয়া নতুন সেন্ট্রাল কন্ট্রাক্টে সই করতে নারাজ রিজওয়ান।
বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে পিসিবি বাতিল করেছে এলিট ‘এ’ ক্যাটাগরি—যেখানে আগে ছিলেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানের মতো সিনিয়র তারকারা। বোর্ডের এই পদক্ষেপকে অনেকেই দেখছেন, গত এক বছরে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সে অসন্তুষ্টির বহিঃপ্রকাশ হিসেবে।

সমস্যার সূত্রপাত মূলত এখান থেকেই। রিজওয়ান ‘বি’ ক্যাটাগরিতে নেমে আসাটা মানতে পারছেন কোনোভাবেই। পিটিআইয়ের সূত্র অনুযায়ী, তিনি নাকি দাবি করেছেন সিনিয়র ক্রিকেটারদের জন্য ‘এ’ ক্যাটাগরি পুনর্বহাল করতে হবে এবং দলের অধিনায়ককে ‘স্পষ্ট মেয়াদ ও পরিকল্পনা বাস্তবায়নের পূর্ণ স্বাধীনতা’ দিতে হবে। তাই তো ৩০ জন চুক্তিবদ্ধ ক্রিকেটারের মধ্যে রিজওয়ান একমাত্র যিনি এখনো চুক্তিতে সই করেননি।
রিজওয়ান পাকিস্তান ক্রিকেটের বড় নাম। দীর্ঘদিন ধরেই দলের নির্ভরযোগ্যতার প্রতীক হয়ে আছেন। তবে সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছেন, ওয়ানডেতেও অধিনায়কত্ব হারিয়েছেন শাহিন আফ্রিদির কাছে। তাই তো নীরব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে তাঁর এমন আচরণে।

পিসিবির কার্যকলাপে পরিষ্কার, সিনিয়র তত্ত্বে আর বিশ্বাসী নয় তারা। মাঠের খেলায় পারফরম্যান্সই শেষ কথা। তাই তো ব্যর্থতার দায়ে রিজওয়ান উঠেছেন কাঠগড়ায়, এমনকি সংশয়ের মধ্যে তাঁর ক্রিকেটীয় ভবিষ্যৎ। এখন দেখার বিষয়, পিসিবি আর রিজওয়ানের এই রেশারেশি কোথায় গিয়ে শেষ হয়।











