শেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচে নিজের ছায়া হয়ে বিচরণ করছিলেন টিম ডেভিড। একটা বিরতি কাটিয়ে আবারও ফিরল তার রুদ্ররুপ। ভারতের বিপক্ষে প্রায় ২০০ স্ট্রাইকরেটের একটা ইনিংস উপহার দিয়ে গেলেন টিম ডেভিড। একটা প্রান্ত থেকে অস্ট্রেলিয়ার রানের চাকাকে দিয়েছেন তিনি স্পোর্টস কারের গতি।
সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইন্ডিয়া। ট্রাভিস হেড তার চিরায়ত ভঙ্গিমাতেই শুরু করেছিলেন ব্যাট চালানো। তবে তিনি ফিরে যান দ্রুত। ১৪ রানের মাথায় জশ ইংলিশও ধরেন প্যাভিলিয়নের পথ। বিপর্যয় তখন সন্নিকটে। কিন্তু ডেভিড সেসবে বিচলিত হলেন না এক ছটাক। বাইশ গজে বাজান তিনি বাউন্ডারির নিনাদ।

একা হাতেই দলের সংগ্রহ বাড়ানোর দায়িত্ব নিয়ে নেন টিম ডেভিড। অধিনায়ক মিচেল মার্শের সাথে গড়েন ৫৯ রানের জুটি। যার মধ্যে ৫৪ রানই এসেছে ডেভিডের ব্যাট থেকে, তাও মাত্র ২৫ বলে। অপরপ্রান্তে মার্শ দশ বলে নেন পাঁচ রান। মার্শের পর মিচেল ওয়েনও কোন রান যোগ না করে ফিরে গেলে খানিকটা স্লথ হন ডেভিড।
কিন্তু এরপরও মার্কাস স্টোয়িনিসের সাথে গড়া ছোট্ট জুটিতেও ১৫০ ছাড়ানো স্ট্রাইকরেটে চলেছে তার ব্যাট। দুর্বার গতিতে তিনি এগিয়ে যাচ্ছিলেন ব্যক্তিগত দ্বিতীয় টি-টোয়েন্টি শতকের দিকে। কিন্তু তার আগেই শিভাম দুবের বলে আউট হতে হয়েছে তাকে। ৩৮ বলে ৭৪ রানের মারকাটারি ইনিংস খেলে বিদায় নেন তিনি। তখন অস্ট্রেলিয়ার দলীয় সংগ্রহ ৫ উইকেটে ১১৮।

অর্থাৎ যতক্ষণ তিনি উইকেটে ছিলেন ততক্ষণ অবধি দলের ৬৬ শতাংশ সংগ্রহ এসেছে তারই ব্যাট থেকে। আগ্রাসী ব্যাটিংয়ের উদাহরণ সৃষ্টিতে পাঁচটি বিশাল ছক্কা হাঁকিয়েছেন টিম ডেভিড। তার ব্যাট থেকে এসেছে আরও আটটি চারের মার। মোদ্দাকথা পারফেক্ট টি-টোয়েন্টি ইনিংস!











