আক্রমণই লিটনের ব্যাটের ভাষা

লিটন দাস আউটও হলেন আক্রমণ করতে গিয়েই। ম্যাথু হামফ্রির বলে মিড অন ক্লিয়ার করতে গিয়েছিলেন। ফিল্ডার অনেকটা পথ দৌড়ে এসে ঝাঁপ দিয়ে ক্যাচ লুফে নিলেন। সাজঘরে ফিরে গেলেন লিটন, ফেরার আগে রেখে গেলেন ইমপ্যাক্ট।

টেস্ট অ্যাপ্রোচটাই ভিন্ন রকম লিটন দাসের। তিনি উইকেটের তোয়াক্কা করেন না। তিনি প্রতিপক্ষ নিয়ে ভাবেন না, বোলিং আক্রমণ কেমন, ফিল্ডিং সেট-আপ কেমন – এত কিছু দেখার সময় নেই। তিনি খেলেন তাঁর মতই।

আর সাদা পোশাকে তাঁর খেলার ভাষা একটাই – আক্রমণ। আর সেই আক্রমণের আরেক দফা সুবিধা আদায় করে নিল বাংলাদেশ দল। সিলেট টেস্টের তৃতীয় দিনে লিটন দাস ওয়ানডে স্টাইলে হাফ সেঞ্চুরি করলেন। ইনিংস শেষ হল ৬৬ বলে ৬০ রান করে।

বাংলাদেশের স্কোরটা যখন যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া দরকার হল, তখন মোনালিসার ব্যাট সৌন্দর্য ছাপিয়ে হয়ে উঠল মারকুটে। আটটি চার একটা ছক্কা হাকালেন। কেবল বাউন্ডারি থেকেই আসল ৩৮ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে তাঁর বোঝাপড়া দারুণ কাজে লাগল বাংলাদেশের।

এই দু’জন মাত্র ১০৭ বল খেলে ৯৮ রানের জুটি গড়েন। বাংলাদেশ রানের পাহাড়ে উঠে গেল। সিলেট টেস্ট বাঁচাতে হলে এখন আয়ারল্যান্ড দলকে অতিমানবীয় ক্রিকেট খেলতে হবে।

লিটন দাস আউটও হলেন আক্রমণ করতে গিয়েই। ম্যাথু হামফ্রির বলে মিড অন ক্লিয়ার করতে গিয়েছিলেন। ফিল্ডার অনেকটা পথ দৌড়ে এসে ঝাঁপ দিয়ে ক্যাচ লুফে নিলেন। সাজঘরে ফিরে গেলেন লিটন, ফেরার আগে রেখে গেলেন ইমপ্যাক্ট।

Share via
Copy link