সাঞ্জু টু সিএসকে – আলোড়ন তোলা ট্রেড

সপ্তাহের পর সপ্তাহ ধরে যে আলোচনা, দরকষাকষি ও গোপন ট্রেড বৈঠক চলছিল — সেই উদ্দেশ্যে সফল হল চেন্নাই সুপার কিংস। এবার সাঞ্জু স্যামসনকে ঘিরে ভবিষ্যৎ কৌশল নির্ধারণের কাজ করবে সিএসকে।

আইপিএলের সবচেয়ে আলোড়ন তোলা ট্রেড—সাঞ্জু স্যামসনকে পেয়েছে চেন্নাই সুপার কিংস! মিনি অকশন সামনে রেখে দলবদলের উষ্ণ হাওয়া বইছে ভারতে, আর সেখানেই হঠাৎ দমকা হাওয়া হয়ে হাজির হলেন সাঞ্জু স্যামসন।

নিলামের আগে সবচেয়ে বড় সাড়া ফেলেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের চমকপ্রদ ট্রেড। বহুদিনের আলোচনার পর অবশেষে চূড়ান্ত হয়েছে—রবীন্দ্র জাদেজা চলে যাচ্ছেন রাজস্থানে, আর সাঞ্জু স্যামসন আসছেন চেন্নাইয়ে।

সঙ্গে চুক্তির অংশ হিসেবে যুক্ত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেনও। জাদেজা ও স্যামসন—দুজনেরই মূল্য নির্ধারিত হয়েছে ১৮ কোটি রুপি, আর কারেনের ২.৪ কোটি রুপি। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ইতোমধ্যে ট্রেডটি অনুমোদন করেছে।

বহু বছর ধরেই স্যামসনকে টপ অর্ডারে চাইছিল সিএসকে। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে তিনি এই সময়ের সেরা। তার ওপর নেতৃত্বগুণ তাঁকে দলে মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরীর তকমা দিচ্ছে। সব মিলিয়ে সিএসকের অধরা স্বপ্ন পূরণ হল।

সপ্তাহের পর সপ্তাহ ধরে যে আলোচনা, দরকষাকষি ও গোপন ট্রেড বৈঠক চলছিল — সেই উদ্দেশ্যে সফল হল চেন্নাই সুপার কিংস। এবার সাঞ্জু স্যামসনকে ঘিরে ভবিষ্যৎ কৌশল নির্ধারণের কাজ করবে সিএসকে।

Share via
Copy link