তানজিদ তামিমের অতিমানবীয় শতক!

এনসিলের মঞ্চে তানজিদ হাসান তামিমের অতিমানবীয় এক শতক। যেন ঢাকার বোলারদের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি, ঝলসে উঠল তাঁর ব্যাট। চার-ছক্কা আর ধৈর্য্যের মিশেলে খেললেন ১৫১ বলে ১৪০ রানের অনবদ্য এক নক।

এনসিলের মঞ্চে তানজিদ হাসান তামিমের অতিমানবীয় এক শতক। যেন ঢাকার বোলারদের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি, ঝলসে উঠল তাঁর ব্যাট। চার-ছক্কা আর ধৈর্য্যের মিশেলে খেললেন ১৫১ বলে ১৪০ রানের অনবদ্য এক নক।

প্রথম ইনিংসে সাত রানেই ফিরতে হয়েছিল তাঁকে। একটা চাপা আগুন নিয়েই বোধহয় সাজঘরে ফিরেছিলেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠলেন, নিজের স্বভাবসুলভ মেজাজে ব্যাট চালালেন।

ছন্দে থাকলে তামিম কি করতে পারেন তা সবারই জানা। প্রতিপক্ষ বোলারদের কোন পরিকল্পনায় তখন আর কাজে আসে না। আজও সেটারই এক ঝলক দেখল সবাই।

শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। সেই সঙ্গে লক্ষ্যটা ছিল পরিষ্কার, স্কোরবোর্ডের চাপ কমিয়ে টিকে থাকা। সবকিছুই নিজের অনুকূলে রাখলেন। দারুণ শুরুটাকে পূর্ণতা দেওয়াই তখন একমাত্র লক্ষ্য।

ফিফটি পেরিয়ে শতকের ছোঁয়া পেলেন। তবুও অবিচল গতিতে ছুঁটে চলল তাঁর ব্যাট। যেন তাঁকে থামানো অসম্ভব। ৫৯ রানে দুই উইকেট হারিয়েছে রাজশাহী, সেখান থেকে প্রিতম কুমারকে সঙ্গে নিয়ে গড়ে তুললেন ২২০ রানের জুটি। এরপর অবশ্য শান্ত হলেন, সাজঘরে ফিরলেন আনিসুল ইসলামের শিকার হয়ে।

ততক্ষণে ব্যক্তিগত খাতায় রান এসেছে ১৪০। ২৯৯ মিনিট উইকেটে থেকে খরচ করেছেন ১৫১ বল। আট চার আর সাত ছক্কায় সাজিয়েছেন একেবারে পারফেক্ট ইনিংস। পুরোটা সময় দেখিয়ে গেছেন নিজের দাপট। সেই সঙ্গে বুঝিয়ে দিয়েছেন ছন্দে থাকা তামিম প্রতিপক্ষের জন্য ভয়ঙ্করই বটে।

 

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link