প্রথম টেস্ট জিতলেও ক্ষতিটা অস্ট্রেলিয়ারই হলো!

পাঁচ দিনের টেস্ট দুই দিনেই শেষ। আর তাতেই বাকি তিন দিনের টিকিটের টাকা রিফান্ড করতে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। যার দরুণ লোকসান দাঁড়িয়েছে বিপুল পরিমাণ।

পাঁচ দিনের টেস্ট দুই দিনেই শেষ। আর তাতেই বাকি তিন দিনের টিকিটের টাকা রিফান্ড করতে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। যার দরুণ লোকসান দাঁড়িয়েছে বিপুল পরিমাণ। অ্যাশেজের আমেজ দুই দিনে শেষ হওয়ায় দর্শকদের আক্ষেপ থাকলেও আদতে ক্ষতি নেই, তবে বোর্ডের এক ধাক্কায় লোকসান ৩০ লাখ মার্কিন ডলার।

সময়ের হিসাবে আজকের তারিখটা নভেম্বরের ২৫। অর্থাৎ অ্যাশেজের পঞ্চম দিনের খেলা মাঠে গড়ানোর কথা ছিল। তবে মাত্র দুই দিনেই শেষ সবকিছু। দুই দলের বোলারদের দাপট, ট্রাভিস হেডের ঝড়, সময়ের তিন দিন আগেই ম্যাচের সমাপ্তি ঘটিয়েছে। দাপুটের সাথে জয় পেলেও আর্থিক ক্ষতিটা অস্ট্রেলিয়ারই হলো।

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তবে বাকি তিন দিনে যারা টিকিট কেটেছিলেন তারাও কি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন? উত্তরটা, না। যেহেতু সময়ের আগেই খেলা শেষ হয়েছে, নিয়ম অনুযায়ী বাকি দিনগুলোকে বাতিল হয়েছে। আর তাতেই দর্শকদের টিকিটের মূল্য রিফান্ড করা হবে।

উত্তাপ ছড়ানো অ্যাশেজ দেখতে দুই দিনে দর্শকের উপস্থিতি ছিল এক লাখের বেশি। প্রথম দিনে ৫১ হাজার, দ্বিতীয় দিনে দর্শকের উপস্থিতি ছিল ৪৯ হাজার। বাকি তিন দিনের সার্বিক হিসাবের অঙ্কটা তাই অনেক বেশি।

শুধু তাই নয়, স্পনসরশিপ, সম্প্রচার স্বত্ব, সবখানেই লোকসান গুনতে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। সেই সাথে মর্যাদার এই সিরিজের প্রথম টেস্টের উত্তাপ মাত্র দুই দিনে শেষ হওয়ার কারণে টেস্টের আমেজেও যে কিছুটা ভাটা পড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link