বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে বাজিমাৎ করলেন মোহাম্মদ নাইম শেখ। ‘এ’ ক্যাটাগরির এই ওপেনার দাম উঠেছে ১ কোটি ১০ লাখ টাকা। তিনিই সর্বোচ্চ দাম পেয়েছেন, যা দেখে চোখ কপালে উঠতে বাধ্য যে কারোই। এর চেয়ে বেশি দামে চলতি বিপিএলে আর কাউকে কেনা সম্ভব নয়। কারণ, প্রতিটা দল নিলামে সর্বোচ্চ ৪.৫ কোটি টাকা খরচ করতে পারবে।
বিপিএলে এবার সবার আগে তোলা হয়েছে গেল আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলা নাঈমকে। শুরুতেই তাকে কিনে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এর জন্য তাদেরকে খরচ করতে হয়েছে ১ কোটি ১০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরির নাঈমের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। তাঁকে পাওয়ার জন্য সবগুলো দলই উঠে-পড়ে লাগে। সবার মোট ১৩ টা বিডিং শেষে তিনি চলে যান চট্টগ্রামের ডেরায়।

নাঈমের পর সবচেয়ে বেশি দাম পেয়েছেন তাওহীদ হৃদয়। এরপরই আছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। দু’জনকেই নিয়েছে রংপুর রাইডার্স। ৭০ লাখ টাকায় ‘এ’ ক্যাটাগরির লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। অন্যদিকে ‘বি ক্যাটাগরির হৃদয়ের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা।
গেল আসরে ৪২.৫৮ গড়ে নাঈম শেখ করেন ৫১১ রান। আর সেই পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন তিনি। উত্তাপ বাড়িয়ে দিলেন বিপিএলের।











