
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রসাদ বলেন, ‘এত বড় খেলোয়াড়দের ভাবনায় হস্তক্ষেপ করা যায় না। পারফর্ম করছে ওরাই, তরুণরা নয়। জাতীয় দলে দায়িত্ব না থাকলে দেশীয় ক্রিকেটে নামা ভালো, এতে রাজ্যের তরুণদের অনুপ্রেরণাও বাড়বে। কিন্তু বিষয়টি ঘুরে ফিরে চাপ হিসেবে যেন না আসে, সেদিকে সতর্ক থাকা জরুরি।’
এ প্রসঙ্গে তিনি ধোনিকে স্মরণ করিয়ে বলেন যে তাঁকে কখনোই ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়নি। নিজের যখন দরকার মনে হয়েছে, তখনই খেলেছে। রোহিতদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা দ্বিমুখীতার পরিচায়ক হবে।

২০১৬ থেকে ২০২০, এই সময়টায় যখন প্রসাদ নির্বাচক ছিলেন, তখনই কোহলি ও রোহিত ছিলেন ক্যারিয়ারের শিখরে। ঠিক সেই সময়ই ধোনিও নিজের ক্যারিয়ারের এমন এক পর্যায়ে ছিলেন, যা আজকের কোহলি-রোহিতের সাথে তুলনীয়।
এদিকে ওয়ানডে ফরম্যাটে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন এই দুই মহাতারকা। তা সত্ত্বেও এই সিনিয়র জুটি নিয়ে গম্ভীর কিংবা আগারকারদের আচরণ ভারতীয় ক্রিকেট পাড়ায় জন্ম দিচ্ছে একের পর এক বিতর্ক।











