ধোনির ক্ষেত্রে স্বাধীনতা, রোহিত-কোহলির ক্ষেত্রে বাধ্যবাধকতা!

ভারতীয় ক্রিকেটে সাম্প্রতিক সময়ে অন্যতম আলোচিত বিষয় রোহিত-ভিরাটদের ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করা। এই আলোচনায় গা ভাসিয়েছেন ভারতের সাবেক প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তাঁর মতে ধোনিকে নিজের মর্জি মতো চলতে দেওয়া হলেও বিপরীত নীতি প্রণয়ন করা হচ্ছে রোহিত-কোহলিদের ক্ষেত্রে।

ভারতের ক্রিকেটে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত বিষয় রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করা। এই আলোচনায় কোহলিদের পক্ষ নিয়ে কথা বললেন ভারতের সাবেক প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তাঁর মতে, ধোনিকে নিজের মর্জি মতো চলতে দেওয়া হলেও বিপরীত নীতি প্রণয়ন করা হচ্ছে রোহিত-কোহলিদের ক্ষেত্রে।

ভারতের এই দুই অভিজ্ঞতম ক্রিকেটার এখন কেবল ওয়ানডেতে খেলাটা চালিয়ে যাচ্ছেন। তাই বিসিসিআই চায় ছন্দ ধরে রাখতে, তাঁরা যেন বিজয় হাজারে ট্রফির মতো দেশীয় প্রতিযোগিতায় অংশ নেন। কিন্তু প্রসাদ মনে করিয়ে দিলেন, তাঁর দায়িত্বলগ্নে এমএস ধোনির মতো মহাতারকাদের উপরে কখনোই এ ধরনের চাপ সৃষ্টি করা হয়নি। বরং তাঁদের সিদ্ধান্তকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রসাদ বলেন, ‘এত বড় খেলোয়াড়দের ভাবনায় হস্তক্ষেপ করা যায় না। পারফর্ম করছে ওরাই, তরুণরা নয়। জাতীয় দলে দায়িত্ব না থাকলে দেশীয় ক্রিকেটে নামা ভালো, এতে রাজ্যের তরুণদের অনুপ্রেরণাও বাড়বে। কিন্তু বিষয়টি ঘুরে ফিরে চাপ হিসেবে যেন না আসে, সেদিকে সতর্ক থাকা জরুরি।’

এ প্রসঙ্গে তিনি ধোনিকে স্মরণ করিয়ে বলেন যে তাঁকে কখনোই ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়নি। নিজের যখন দরকার মনে হয়েছে, তখনই খেলেছে। রোহিতদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা দ্বিমুখীতার পরিচায়ক হবে।

২০১৬ থেকে ২০২০, এই সময়টায় যখন প্রসাদ নির্বাচক ছিলেন, তখনই কোহলি ও রোহিত ছিলেন ক্যারিয়ারের শিখরে। ঠিক সেই সময়ই ধোনিও নিজের ক্যারিয়ারের এমন এক পর্যায়ে ছিলেন, যা আজকের কোহলি-রোহিতের সাথে তুলনীয়।

এদিকে ওয়ানডে ফরম্যাটে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন এই দুই মহাতারকা। তা সত্ত্বেও এই সিনিয়র জুটি নিয়ে গম্ভীর কিংবা আগারকারদের আচরণ ভারতীয় ক্রিকেট পাড়ায় জন্ম দিচ্ছে একের পর এক বিতর্ক।

 

 

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link