মাস সেরার তালিকায় তাইজুল!

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। পেছনের কারিগরদের একজন ছিলেন তাইজুল ইসলাম। অবশ্য বল হাতে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। দুই ম্যাচে ১৩ উইকেট তুলেছেন নিজের ঝুলিতে। তাতেই আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে জায়গা হয়েছে তাঁর।

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। পেছনের কারিগরদের একজন ছিলেন তাইজুল ইসলাম। অবশ্য বল হাতে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। দুই ম্যাচে ১৩ উইকেট তুলেছেন নিজের ঝুলিতে। তাতেই আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে জায়গা হয়েছে তাঁর।

ঘরের মাঠের বিশ্বস্ত সেনা তাইজুল। বল হাতে ক্যারিয়ারের জুড়েই ধারাবাহিকতার ছাপ রেখে গিয়েছেন। প্রতিপক্ষ ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন, দলের প্রয়োজনে বল হাতে সবার আগেই এগিয়ে এসেছেন। সাদা পোশাকে লাগিয়েছেন গর্বের ধুলো।

গত মাসে আইরিশদের বিপক্ষেও দেখিয়েছেন নিজের ঝলক। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে শিকার করেছিলেন পাঁচ উইকেট। দ্বিতীয় টেস্টেও সমান ধারাবাহিক তবে এবার সংখ্যাটা আরেকটু বেশি। দুই ইনিংস মিলে শিকার আটখানা ব্যাটারকে। শুধু তাই নয়, টেস্টে উইকেট তোলার দিক দিয়ে ছাড়িয়ে গেছেন স্বয়ং সাকিব আল হাসানকেও।

চোখ এড়ায়নি আইসিসির, তাই তো মাসসেরা খেলোয়াড় নির্বাচনের মনোনয়ন পেয়েছেন তাইজুল। তাঁর প্রতিদ্বন্দ্বী অবশ্য আরও দুইজন, দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার আর পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ।

একজন ভারতের মাটিতে ভারত বধের নায়ক, আরেকজনের কল্যাণে ত্রিদেশীয় সিরিজের ট্রফি ঘরে তুলেছে পাকিস্তান। লড়াইটা তাই সেয়ানে সেয়ানে। তাইজুলের মনোনয়ন তাই প্রতিযোগিতামূলক পরিবেশেই এসেছে। হারমার ও নাওয়াজ দুজনই নিজ নিজ ফরম্যাটে ছিলেন সমান কার্যকর।

বাংলাদেশ দলে দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য স্পিনার হিসেবে খেলছেন তাইজুল। বিশেষ করে ঘরের মাঠে বাংলাদেশ দল যে স্পিন আক্রমণকে প্রধান শক্তি হিসেবে ব্যবহার করে, সেখানে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সাম্প্রতিক পারফরম্যান্সে আবারও রেখেছেন, বাংলাদেশের টেস্ট সাফল্যে তাইজুলের অবদান কতটা অমূল্য।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link