জয়সওয়াল জিতলেই জিতে যায় ভারত

যশস্বী জয়সওয়ালের পতাকা উড়ছে সব ফরম্যাটেই। বলা হচ্ছে তিনি ভারতের নেক্সট বিগ থিঙ। ‍কিন্তু, ওয়ানডেতে অধিনায়ক শুভমান গিলকে জায়গা দিতে গিয়ে যে নিয়মিত খেলাই হয় না।

যশস্বী জয়সওয়ালের পতাকা উড়ছে সব ফরম্যাটেই। বলা হচ্ছে তিনি ভারতের নেক্সট বিগ থিঙ। ‍কিন্তু, ওয়ানডেতে অধিনায়ক শুভমান গিলকে জায়গা দিতে গিয়ে যে নিয়মিত খেলাই হয় না।

এবার সুযোগ পেয়েই করলেন বাজিমাৎ। বিশাখাপত্তনমে পেয়ে গেলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। মাত্র ২৩ বছর বয়সেই তিন ফরম্যাটেই তার সেঞ্চুরি!

শুরুতে অবশ্য একটু ঝড়ের মুখোমুখি হতে হয়েছে, দক্ষিণ আফ্রিকার বোলিং ছিল দূর্দান্ত। ভাগ্যও একটু পাশে ছিল জয়সওয়ালের। ৬০ থেকে ৭০  স্ট্রাইক রেটের মধ্যেই ব্যাটিং করেছিলেন।

তবে অর্ধশতক পেরোনোর পর থেকে নিশ্চিত করেছেন সেটাকে বড় এক রানের মহাসফরে রূপান্তরিত করার। তিন ফরম্যাটে সেঞ্চুরি করা ভারতের মাত্র ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে নাম লিখালেন তিনি। হাফ সেঞ্চুরি পূরণ করার পরও হাত খুলে খেলা শুরু করলেন।

শতক পূর্ণ করলেন মাত্র ১১১ বল খেলে, ডিপ ফাইন লেগে খেলে পৌঁছালেন তিন অংকের ম্যাজিকাল ফিগারে। হেলমেট খুলে আনন্দের সঙ্গীকে গলা লাগিয়ে, এক উল্লসিত লাফ দিয়ে বিশাখাপত্তনমের বাতাসে মুগ্ধতার সঞ্চার করলেন।

মাত্র চতুর্থ ইনিংসেই এমন বিশেষ মুহূর্ত পেয়ে গেলেন ক্যারিযার, নিশ্চয়েই এটা একটা উজ্জ্বল ভবিষ্যতের সূচনা। জয়সওয়ালের ব্যাটেই নয় উইকেটের বড় জয় নিশ্চিত করে ভারত।

২৭০ রানের লক্ষ্যে ১০.১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ১২১ বলে ১১৭ রানের অপরাজিত ইনিংসে ছিল দু’টি ছক্কা আর ১২ টি চার। গিয়ার শিফটিংয়ের অনন্য নজীর গড়ে ভারতের জয় নিশ্চিত করেন তিনি।

Share via
Copy link