বিপিএল মাতাবেন যেসব বড় তারকারা!

বিশ্ব ক্রিকেটে বেড়েছে ফ্র্যাঞ্চাইজি লিগের সংখ্যাও। বিপিএল তাদের সাথে পাল্লা দিতে পারছে না। একারণেই নামজাদা বিদেশিরা এখন আর আসেন না এ তল্লাটে। দুই–একজন যারা আসেন, তাদের আলোয় কিছুটা আলোকিত হয় দেশের সেরা এই ঘরোয়া লিগ। এবারও হাতে গোনা কিছু বিশ্বমানের তারকা আসছেন বিপিএলে রাঙাতে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তার জৌলুস হারিয়েছে। বিশ্ব ক্রিকেটে বেড়েছে ফ্র্যাঞ্চাইজি লিগের সংখ্যাও। বিপিএল তাদের সাথে পাল্লা দিতে পারছে না। একারণেই নামজাদা বিদেশিরা এখন আর আসেন না এ তল্লাটে। দুই–একজন যারা আসেন, তাদের আলোয় কিছুটা আলোকিত হয় দেশের সেরা এই ঘরোয়া লিগ। এবারও হাতে গোনা কিছু বিশ্বমানের তারকা আসছেন বিপিএলে রাঙাতে।

রংপুর রাইডার্স তথা আসরেরই বড় দুই তারকা নিঃসন্দেহে ডেভিড মালান এবং কাইল মায়ার্স। বিশ্ব ক্রিকেটের বিভিন্ন লিগে দাপিয়ে চলছেন দুজনেই। বিপিএলে তাই তাদের নিয়ে উন্মাদনা থাকবে। অবশ্য গেল বার বরিশালের জার্সি চাপিয়েছিলেন, এবার ঠিকানা বদলে রংপুর ডেরায় নাম লিখিয়েছেন দুজনে।

বড় তারকার তকমাটা আছে অ্যালেক্স হেলসের নামের পাশে। এবার বিপিএল খেলবেন ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে। তবে বিপিএলের নিয়মিত মুখ হিসেবে তাঁকে ধরে নেওয়ায় যেতে পারে। এর আগে খেলেছেন রংপুর এবং খুলনার জার্সিতে, এবার নাম লিখিয়েছেন ঢাকার দলে। একই দলে খেলবেন লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা, বড় তারকার তকমাটা যে আছে তাঁর নামের পাশেও।

নোয়াখালী এক্সপ্রেসেও আছেন মোহাম্মদ নবী এবং জনসন চার্লস। এছাড়াও সবকিছু ঠিকঠাক থাকলে যোগ দেবেন তারকা অলরাউন্ডার জিমি নিশাম। বিশ্ব ক্রিকেটে তাদের জায়গাটা বেশ পাকাপোক্তই, এবার বিপিএলে আসবেন আলো ছড়াতে।

সিলেট টাইটান্সে পাকিস্তানের দুই তারকার কথা না বললেই নয়। অভিজ্ঞতা, বহির্বিশ্বের আনাচে কানাচে বল হাতে দাপট দেখানো সবকিছুই মোহাম্মদ আমিরকে বড় তারকা বানিয়েছে। যদিও বয়স বেড়েছে, তবে নামের ভারটা এখনও আগের মতই আছে। সাথে তারুণ্যের জয়গান গেয়ে মাঠ মাতাবেন সায়িম আইয়ুব। পাকিস্তানের বড় তারকা হওয়ার তকমাটা পেয়েছেন আগেই। বিশ্ব ক্রিকেটের বড় নাম ভাবা হয় তাঁকে। তাই তো বিপিএলের আমেজটা কিছুটা হলেও বাড়বে তাদের আগমনে।

তবে আরও কিছু নাম আছে, যাদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর কাড়াকাড়ি না পড়লেও তারা বিপিএলে বড় তারকায় বটে। মোহাম্মদ নাওয়াজ, শাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, উসমান খান, কুশাল মেন্ডিস, আবরার আহমেদ, সুফিয়ান মুকিমদের মতো স্বীকৃত সব নাম দেখা যাবে এবারের আসরে। এছাড়াও দলগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেদের ডেরায় আরও বড় নাম যোগ করতে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link