ম্যানেজারের ভুলে অলরাউন্ডার থেকে ব্যাটার বনে গেলেন গ্রিন

আইপিএল ২০২৬ নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দেখা যায় শুধু 'ব্যাটার' হিসেবে। কিন্তু চলমান এশেজেও বল করছেন তিনি। তা নিয়ে আলোচনা শুরু হলে সব জল্পনার ইতি টেনে গ্রিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিষয়টি ছিল নিছক কাগজপত্রের ভুল। তাঁর ভূমিকা বা শারীরিক সক্ষমতায় কোনো পরিবর্তন হয়নি

আইপিএল ২০২৬ নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দেখা যায় শুধু ‘ব্যাটার’ হিসেবে। কিন্তু চলমান আশেজে বল করছেন তিনি। তা নিয়ে আলোচনা শুরু হলে সব জল্পনার ইতি টেনে গ্রিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিষয়টি ছিল নিছক কাগজপত্রের ভুল। তাঁর ভূমিকা বা শারীরিক সক্ষমতায় কোনো পরিবর্তন হয়নি। মূলত তাঁর ম্যানেজারের ভুলে তাঁর নাম চলে গিয়েছে ব্যাটসম্যানদের তালিকায়।

গ্রিন নিশ্চিত করেছেন, তিনি পুরোপুরি ফিট এবং আইপিএল ২০২৬ এ বল হাতে মাঠে নামতে প্রস্তুত। আসলে এই বিভ্রান্তির পেছনে ছিল তাঁর সাম্প্রতিক ইনজুরির ইতিহাস। পিঠের অস্ত্রোপচারের কারণে তিনি আইপিএল ২০২৫ মৌসুমে খেলতে পারেননি। এরপর চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সময় তিনি খেলেছিলেন কেবল ব্যাটার হিসেবে, তখন বোলিংয়ের অনুমতি পাননি।

তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পরিস্থিতি। গত কয়েক মাসে ধাপে ধাপে তাঁর বোলিং ওয়ার্কলোড বাড়ানো হয়েছে। বর্তমানে তিনি পুরোপুরি বোলিংয়ের ছাড়পত্র পেয়েছেন এবং চলমান অ্যাশেজ সিরিজে নিয়মিত বল করেই প্রমাণ দিয়েছেন  তিনি এখন খেলতে পারবেন পূর্ণাঙ্গ অলরাউন্ডারের ভূমিকায়।

 

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার অনুশীলন সেশনের আগে গ্রিন জানান, তাঁর বোলিং নিয়ে কোনো ধরনের বিধিনিষেধ নেই। ‘ব্যাটার’ ট্যাগ প্রসঙ্গে গ্রিন খোলাখুলি স্বীকার করেন, এটি ছিল তাঁর ম্যানেজারের অনিচ্ছাকৃত ভুল।  গ্রিন বলেন ‘আমার ম্যানেজার ভুল করে ‘ব্যাটার’ অপশনটি নির্বাচন করেছিলেন। পুরো বিষয়টা যেভাবে ছড়িয়ে পড়েছে, সেটা মজার হলেও মূলত এটি ছিল একটি সাধারণ ভুল।’

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে শুরু হতে যাওয়া আইপিএল ২০২৬ নিলামের জন্য গ্রিনের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি রুপি। ব্যাট ও বল দুই বিভাগেই দারুণ কার্যকর এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ঘিরে একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহ তৈরি হওয়াটা স্বাভাবিক।

নিলাম নিয়ে গ্রিনের অনুভূতিও বেশ রোমাঞ্চকর। তিনি জানিয়েছেন, সতীর্থ কয়েকজনের সঙ্গে বসে নিলাম দেখবেন।মাত্র ২৬ বছর বয়সেই আইপিএলে নিজের সামর্থ্যের ছাপ রেখে গেছেন ক্যামেরন গ্রিন।

২০২৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে তিনি করেন ৪৫২ রান, গড় ছিল ৫০-এরও বেশি, সঙ্গে ছিল একটি দুর্দান্ত শতক। পরের মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে মাঠে নেমে ২৫৫ রান করার পাশাপাশি শিকার করেন ১৬টি উইকেট।

সব মিলিয়ে, আইপিএল ২০২৬ নিলামের আগে ক্যামেরন গ্রিনের বার্তা একদম স্পষ্ট তিনি কেবল ব্যাটার নন, আবারও একজন পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে মাঠে নামবেন।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link